Jason Cummings: মোহনবাগান সমর্থকরাই ভারতের সেরা: কামিন্স

কলকাতা বিমানবন্দরে পা রাখার পরেই মোহনবাগান সমর্থকদের (Mohun Bagan Fans) আবেগ টের পেয়েছিলেন জেসন কামিন্স (Jason Cummings)। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লিগ শিল্ড জয়ের নির্ণায়ক…

Jason Cummings Mohun Bagan

কলকাতা বিমানবন্দরে পা রাখার পরেই মোহনবাগান সমর্থকদের (Mohun Bagan Fans) আবেগ টের পেয়েছিলেন জেসন কামিন্স (Jason Cummings)। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লিগ শিল্ড জয়ের নির্ণায়ক ম্যাচ হোক কিংবা ওড়িশা এফসির বিরুদ্ধে সেমিফাইনাল, যুবভারতীর গ্যালারির রঙ হয়ে গিয়েছিল সবুজ মেরুন। দল ফাইনালে ওঠার পর জেসন কামিন্স বললেন, “মোহনবাগানের সমর্থকরাই ভারতের সেরা সমর্থক।”

ভারতে যে ক’জন বিদেশি ফুটবলার খেলছেন তাদের মধ্যে সেরা বায়োডাটা জেসন কামিন্সের। তাঁকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ চড়েছিল অনেকটাই। বেশ কিছু ম্যাচে গোল করেছেন। কিছু ম্যাচে গোল করতে পারেননি। গোলের সন্ধান না পেলে গ্যালারি থেকে কামিন্সকে শুনতে হয়েছে বিরূপ মন্তব্য। আবার এই সমর্থকরাই অনুশীলনের সময় তাঁর নামে দিয়েছেন শ্লোগান।

   

যে কোনও ম্যাচে সমর্থকদের উপস্থিতি ফুটবলারদের মনোবল বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ওঠার পর মোহনবাগান ফুটবলারদের মুখে তাই সবুজ মেরুন সমর্থকদের প্রতি কৃতজ্ঞ-বাক্য।

যুবভারতীতে দ্বিতীয় লেগের সেমিফানাইলের পর জেসন কামিন্স জানিয়েছিলেন, ‘সমর্থকরা দারুণভাবে আমাদের পাশে থেকেছে। ওরা আমাদের খুব সাহায্য করেছে এবং ওদের জন্যই মাঠে নেমে নিজেদের আরও বেশি শক্তিশালী মনে হয়। আমাদের সমর্থকেরাই ভারতের সেরা। সমর্থকদের ধন্যবাদ। দলের সাফল্যের পিছনে সমর্থকদের প্রচুর অবদান রয়েছে।’

আইএসএল ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জেসন কামিন্স। তাঁর বিশ্বাস, “আমরা আইএসএল কাপ জিততে পারি। ত্রিমুকুট জয়ের জন্য অবশ্যই চেষ্টা করব। শিবিরের প্রত্যেকের আত্মবিশ্বাস তুঙ্গে।’