Mohun Bagan: ব্যারেটো-ওডাফা-সনিদের পর দিমিত্রির কাছেও আব্দার, ‘গোল চাই’

মুখগুলো সময়ে সময়ে বদলে যায়। বদলায় না শুধু একটা জিনিস, ফুটবলের প্রতি মানুষের আবেগ, প্রিয় ফুটবলারকে ঘিরে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের আব্দার। জোসে রামিরেজ ব্যারেটো,…

Mohun Bagan: ব্যারেটো-ওডাফা-সনিদের পর দিমিত্রির কাছেও আব্দার, 'গোল চাই'

মুখগুলো সময়ে সময়ে বদলে যায়। বদলায় না শুধু একটা জিনিস, ফুটবলের প্রতি মানুষের আবেগ, প্রিয় ফুটবলারকে ঘিরে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের আব্দার।

জোসে রামিরেজ ব্যারেটো, ওডাফা ওকোলি, সনি নর্দেদের যে আব্দার সামলাতে হয়েছিল এখন সেই একই পরিস্থিতিতে পড়েছেন দিমিত্রি পেত্ৰাতস। মোহনবাগান সমর্থকদের অনেকেই অস্ট্রেলিয়ার ফুটবলারকে বসিয়েছেন কিংবদন্তির আসনে। শনিবার ফাইনাল ম্যাচেও সবুজ মেরুন সমর্থকদের ভরসার মুখ দিমি।

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফাইনাল ম্যাচের আগে জোর কদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। গোপনীয়তা বজায় রেখে অনুশীলন করাচ্ছেন লোপেজ হাবাস। তবুও প্রিয় ফুটবলারদের দেখতে প্র্যাক্টিস গ্রাউন্ডে ভিড় জমাচ্ছেন সমর্থকরা।

Advertisements

জনি কাউকো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্ৰাতসদের ঘিরে মোহনবাগান সমর্থকদের আব্দার, গোল চাই। সর্বপরি যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন তরীতে আরো একটি ট্রফি দেখতে চাইছেন ক্লাবের অনুগামীরা। চাপ থাকলেও সমর্থকদের সঙ্গে হাসি মুখেই কথা বললেন বাগান ফুটবলাররা। দিলেন সেলফি, অটোগ্রাফ। দিমিত্রি আশ্বাস দিলেন, ‘চিন্তা নেই, ট্রফি আমরা আনবই।’