Achintya Sheuli: বঙ্গ গৌরব অচিন্ত্যর বাড়িতে মোহনবাগান সমর্থকরা

Mohun Bagan fan club tribute to achintya Sheuli

পশ্চিমবঙ্গের গৌরব অচিন্ত্য শিউলি (Achintya Sheuli)। তাঁকে সম্মান জানাতে মোহনবাগান সমর্থকদের বিশেষ উদ্যোগ। অচিন্ত্যর বাড়িতে সবুজ মেরুন ফ্যান ক্লাবের সমর্থকরা। সম্মান জানানো হয়েছে তাঁর গুরুকেও।

বাংলার দেউলপুর নামের নামের এক গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি। কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে রাতারাতি তারকার তকমা পেয়েছেন তিনি। তাঁকে সম্মান জানাতে উদ্যোগ নিয়েছিল ধুলাগড় মোহনবাগান ফ্যানস ক্লাব। শিউলি পরিবারের বাড়িতে উপস্থিত হয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। মিষ্টিমুখ করানো হয়েছে অচিন্ত্যর মা-কে। সোনার ছেলেকে পরানো হয়েছে উত্তরীয়, হাতে তুলে দেওয়া হয়েছে সাম্মানিক।

   

অচিন্ত্যর গুরু অষ্টম দাসের প্রতিও সম্মান প্রদর্শন করেছেন মোহনবাগান সমর্থকরা। গুরু, শিষ্য দুজনেই অভাবের সঙ্গে লড়াই করেছেন অহরহ। স্থায়ী চাকরির অভাবে কখনও রাজমিস্ত্রি, কখনও কারখানার শ্রমিকের কাজ করেছেন অষ্টম। এরই মাঝে বাড়িতেই শেখাতেন ভারোত্তোলন।

অচিন্ত্যর জীবন সংগ্রামের কথাও এখন সর্বজনবিদিত। দাদাকে দেখে ভারোত্তোলনের প্রতি তাঁর ভালোবাসা। ক্রমে দক্ষ হয়ে উঠেছিলেন এই বিভাগে। সুষম আহার যোগাতে সবরকম চেষ্টা করেছিলেন তাঁর মা এবং দাদা। বিশ্বাস ছিল যে অচিন্ত্য নিশ্চয় একদিন তাঁদের মুখ উজ্জ্বল করবে। অচিন্ত্য দেশের মুখ উজ্জ্বল করেছে। হাওড়াবাসীরা আরও পদক চাইছেন তাঁর কাছ থেকে। সামনেই রয়েছে অলিম্পিক্স।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন