নতুন মরসুমের কথা মাথায় রেখে দলে একাধিক বদল এনেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে আক্রমণ ভাগের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছিল দলের রক্ষণভাগে। ডুরান্ড কাপের পর দলের ইন্ডিয়ান সুপার লিগে ও দেখা গিয়েছে সেই প্রভাব। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে দলের বিদেশি ফুটবলারদের। যারফলে খুব সহজেই তাঁরা স্থান পেয়েছেন আইএসএলের সাপ্তাহিক একাদশে। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই প্রবল চিন্তায় ফেলছে দলের রক্ষণভাগ।
একাধিক দেশি ও বিদেশি ফুটবলাররা স্কোয়াডে থাকলেও লাভের লাভ হচ্ছে কোথায়। গত ডার্বি ম্যাচ ছাড়া প্রায় প্রত্যেক ম্যাচেই একাধিক গোল হজম করতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। যার ফলে বারংবার প্রশ্নের মুখে পড়েছে দলের রক্ষণভাগ। তাছাড়া আনোয়ার আলির দল ছাড়ার পর থেকেই রক্ষণভাগের কঙ্কালসার চেহারা ধরা পড়েছে ব্যাপকভাবে। যা নিঃসন্দেহে ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। এই পরিস্থিতিতে নয়া ডিফেন্ডারকে দলে আনাই অন্যতম লক্ষ্য বাগান শিবিরের। তবে শুধুমাত্র হাইপ্রোফাইল ফুটবলার নয়।
শোনা গিয়েছে রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে একাধিক তরুণ প্রতিভার নিয়ে কেউ নজর রয়েছে তাঁদের। সেক্ষেত্রে ব্যাপকভাবেই উঠে আসতে শুরু করেছে কার্তিক চৌধুরীর নাম। বর্তমানে আইএসএলের ক্লাব জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই সেন্টার ব্যাক। বিশেষ সূত্র মারফত খবর, আগামী বছর পর্যন্ত তাঁর সঙ্গে এই ক্লাবের চুক্তি থাকলেও এই ফুটবলারকে নিতে মরিয়া মোহনবাগান। একটা সময় মিনার্ভা পাঞ্জাব থেকে উঠে এসেছিলেন এই ডিফেন্ডার।
পরবর্তীতে যোগদান করেন রাজস্থান ইউনাইটেডে। সেখান থেকেই এসেছেন জামশেদপুর এফসিতে। শোনা যাচ্ছে নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করতে তাকেই নিতে চাইছে ময়দানের এই প্রধান। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি।