Durand Cup-এর শুরুতে হোঁচট খাওয়ার পর ক্রমে নিজেদের গুছিয়ে নিয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ইন্ডিয়ান সুপার লীগের পাশাপাশি এশিয়ান প্রতিযোগিতায় ভালো ছন্দে রয়েছে দল। তবে আগামী দিনের পথ যে খুব একটা মসৃণ নয় সেটা পেশাদার ফুটবলাররা জানেন। সেই সঙ্গে প্রতিপক্ষ সম্পর্কে বাগানকে আরও ভাবিয়ে তুলতে পারে কিছু পরিসংখ্যান।
AFC কাপে মোহন বাগান সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওড়িশায়। হোম ম্যাচ হওয়ার পরেও ঘরের মাঠে খেলতে পারবে না মোহন বাগান সুপার জায়ান্ট। সেই সঙ্গে প্রতিপক্ষের একাধিক ফুটবলার ফর্মে রয়েছেন।
ওড়িশা এফসিকে হারিয়েছে বসুন্ধরা কিংস। সেই ম্যাচে একাধিক ফুটবলার উপস্থিত না থাকলেও ভারতের ISL দলকে হারাতে বাংলাদেশের ক্লাবটির অসুবিধা হয়নি। মোহন বাগান সুপার জায়ান্টকেও তাই সতর্ক হতে হবে। বসুন্ধরা কিংসের বিদেশি ব্রিগেড বেশ মজবুত। দলের মূল চালিকা শক্তি বিদেশি ফুটবলাররা।
পরিসংখ্যান অনুযায়ী, এএফসি কাপে সবথেকে বেশি গোলের সুযোগ তৈরি করার ব্যাপারে এগিয়ে রয়েছেন বসুন্ধরা কিংসের দুই ফুটবলার, দুজনেই বিদেশি। একজন রবিনহো, অন্যজন দরিয়েলটন। এছাড়াও রাকিব বসুন্ধরা কিংসের হয়ে আক্রমণ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।