কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন ফুটবলারের দিকে নজর বাগান-বাহিনীর

গত কয়েক ফুটবল মরশুম ধরেই ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত বছর শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই সিজনেও…

Mohun Bagan Eyes Former Kerala Blasters Star Adil Abdullah for Upcoming Season

গত কয়েক ফুটবল মরশুম ধরেই ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত বছর শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এই সিজনেও সেই পারফরম্যান্স ধরে রাখার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছে মুম্বাই সিটি এফসির কাছে। তবে এই ফুটবল দলকে হারিয়েই এ বছর শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। যারফলে নতুন মরশুমে আবারো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে এই ফুটবল ক্লাব। তবে সিনিয়র দলের তুলনায় গত কয়েক মরশুম ধরে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ছোটদের।

   

কথা রাখল না ক্লাব! CFL শুরু হওয়ার আগে বিস্ফোরক অভিযোগ

প্রিমিয়ার ডিভিশনে লীগ থেকে শুরু করে রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ। প্রথম দিকে যথেষ্ট দাপটের সাথে ছোটরা এগিয়ে গেলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। ডেভেলপমেন্ট লিগে এ বছর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে বড় ব্যবধানে পরাজিত করলেও চূড়ান্ত সাফল্য আসেনি বাগান শিবিরের। এটি যথেষ্ট ভাবিয়েছিল বাগান ম্যানেজমেন্টকে। সেইমতো এবার নতুন কোচের হাতে তুলে দেওয়া হতে পারে বাগানের রিজার্ভ দলের দায়িত্ব। এক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রয়েছেন ডেগি কার্ডোজো। যদিও এখনো পর্যন্ত স্বাক্ষরিত হয়নি চুক্তিপত্র।

Kerala Blasters: তরুণ মিডফিল্ডারকে ধরে রাখতে পারে কেরালা ব্লাস্টার্স

তবে তার আগেই একের পর এক তরুণ ফুটবলারদের দলে টানতে শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। গতকাল উঠে এসেছে তিন ফুটবলারের নাম। যাদের মধ্যে ছিলেন সালাহউদ্দিন আধনান, লিওয়ান ক্যাস্তানা এবং সায়নের মতো ফুটবলার। এবার উঠে আসল আরেক তরুণ ফুটবলারের নাম। তিনি আদিল আবদুল্লাহ। একটা সময় কেরালা ব্লাস্টার্সের যুব দলের হয়ে খেলেছেন ডেভেলপমেন্ট লিগ।

India v Kuwait: কুয়েতের বিরুদ্ধে সেরা খেলার জন্য তৈরি বাগান তারকা

পরবর্তীতে মুথূট ফুটবল অ্যাকাডেমিতে আসেন আক্রমণভাগের এই তরুণ ফুটবলার। যেখানে মোট দুইটি ম্যাচ খেলে দুইটি গোল করেছেন বছর একুশের এই ফুটবলার। বিশেষ সূত্র মারফত খবর, নতুন সিজনের জন্য তার সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে বাগান ম্যানেজমেন্ট। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি তার যোগদান করার বিষয়টি।