HomeSports NewsMohun Bagan: ব্রিটিশ ডিফেন্ডারের দিকে নজর সবুজ-মেরুনের

Mohun Bagan: ব্রিটিশ ডিফেন্ডারের দিকে নজর সবুজ-মেরুনের

- Advertisement -

কিছুদিন আগেই আপুইয়ার নাম ঘোষণা করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। আগের মরশুমে মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলেন এই ফুটবলার। বলতে গেলে দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা ছিল এই ভারতীয় তারকার। পরবর্তীতে তাকে নেওয়ার জন্য একে একে আসরে নামে আইএসএলের একাধিক হেভিওয়েট ক্লাব। শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত করার ক্ষেত্রে কলকাতা ময়দানে দুই প্রধানের মধ্যে শুরু হয় লড়াই। পরবর্তীতে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে বাজিমাত করে মোহনবাগান। যা নিঃসন্দেহে বড়সড় চমক সকলের কাছে।

কিন্তু সেখানেই শেষ নয়। আসন্ন ফুটবল সিজনের কথা মাথায় রেখে নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানানোর পথে সবুজ-মেরুন শিবির। যাদের মধ্যে রয়েছেন ব্র্যান্ডন হ্যামিল থেকে শুরু করে জনি কাউকোর মতো ফুটবলার। কিন্তু কারা আসবেন তাদের বদলে? সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।

   

তবে দলের রক্ষণভাগকে মজবুত করতে একাধিক বিদেশী ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ম্যানেজমেন্ট। কিছুদিন আগে উঠে আসছিল এক স্প্যানিশ ফুটবলারের নাম। তার সঙ্গে কথাবার্তাও নাকি এগোতে শুরু করেছিল অনেকটাই। যদিও তা চূড়ান্ত করা হয়নি এখনো পর্যন্ত। এসবের মাঝেই উঠে আসতে শুরু করলো এক ব্রিটিশ ফুটবলারের নাম।

তিনি ড্যানি বাথ। বর্তমানে ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ফুটবল ক্লাব নরউইচ সিটির সঙ্গে যুক্ত রয়েছেন বছর তেত্রিশের এই ডিফেন্ডার।‌ গত সিজনে দলের হয়ে একটি গোল কান্ট্রিবিউশনও ছিল এই ফুটবলারের। হিসেব অনুযায়ী চলতি মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হবে ইংল্যান্ডের এই ফুটবল ক্লাবের। সমস্ত দিক বিবেচনা করেই এবার নয়া আইএসএল মরশুমের জন্য তাকে পেতে চাইছে জোসে মোলিনার ফুটবল ক্লাব।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular