চলতি আইএসএল ২০২৪-২৫ মরশুমে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। লিগ শিল্ড জয়ের পর এবার সেমিফাইনালেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে জামশেদপুর এফসি-কে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল সবুজ-মেরুন ব্রিগেড। দুই লেগের সেমিফাইনালে মোট ৩-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল মোহনবাগান।
সোমবার, ৭ এপ্রিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে মোহনবাগান ২-০ গোলে জয় পায় জামশেদপুরের বিরুদ্ধে। প্রথম লেগে জামশেদপুর ২-১ গোলে জিতলেও ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে এগ্রিগেটে এগিয়ে গিয়ে ফাইনালে জায়গা করে নেয় মেরিনার্সরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করে জোসে মোলিনার ছেলেরা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দল। জামশেদপুরের রক্ষণে প্রণয় হালদার, লাজার সিরকোভিচ ও মহম্মদ উভাইস দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। অন্যদিকে, গোলরক্ষক আলবিনো গোমস একের পর এক সেভ করে মোহনবাগানকে আটকে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলে যায়। ৫১ মিনিটে প্রণয় হালদারের হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায় মোহনবাগান। নির্ভরযোগ্য স্ট্রাইকার জেসন কামিন্স স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ এগিয়ে দেন। এই গোল দলকে নতুন উদ্যম দেয় এবং গ্যালারিতে উপস্থিত হাজার হাজার সমর্থক আনন্দে ফেটে পড়েন।
জামশেদপুরও এরপর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। তবে বিশাল কাইথের অসাধারণ গোলকিপিং-এর জন্য তারা কোনও সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের শেষদিকে দিমিত্রি পেত্রাতোস ও মনবীর সিং মাঠে নামেন এবং আক্রমণে গতি আনেন। নির্ধারিত ৯০ মিনিট শেষে যখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়, তখনই আসে মোহনবাগানের দ্বিতীয় গোল।
৯৪ মিনিটে দূরপাল্লার দুর্ধর্ষ শটে গোল করেন আপুইয়া। সেই গোলই শেষমেশ মোহনবাগানকে ২-০ ব্যবধানে জয় এনে দেয় এবং সামগ্রিকভাবে ৩-২ ব্যবধানে সেমিফাইনালের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন সবুজ-মেরুন আবিরে রঞ্জিত হয়ে ওঠে।
মোহনবাগানের ডিরেক্টর সৃঞ্জয় বসু বলেন, “মোহনবাগান এমন একটি দল, যারা ইতিহাস তৈরি করতে ভালোবাসে। আমরা নতুন ইতিহাস লিখব, যা নিয়ে আগামী প্রজন্ম গর্ব করবে। অন্যরা অতীত নিয়ে কথা বলতে পারে, কিন্তু আমরা বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। মোহনবাগান ছিল, আছে এবং থাকবে।”
এই জয়ের ফলে মোহনবাগান এবার ১২ এপ্রিল আইএসএল ফাইনালে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-র। চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ফাইনালে জিতে আইএসএল ট্রফি ঘরে তোলাই এখন মোলিনার ছেলেদের লক্ষ্য।
ফাইনালে মোহনবাগান যদি জয় পায়, তবে এই মরশুমে তাদের ‘ডাবল’ (লিগ শিল্ড ও আইএসএল ট্রফি) জয়ের কীর্তি লেখা হবে, যা আগামী প্রজন্মের জন্য এক অমূল্য ইতিহাস হয়ে থাকবে। এখন দেখার পালা, বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ছন্দ বজায় রেখে শিরোপা জয়ের স্বপ্ন কতটা সফলভাবে বাস্তবে রূপ দিতে পারে মেরিনার্সরা।