আজ, বুধবার গোলশূন্য ভাবেই শেষ হল জুনিয়র ডার্বি (Mohun Bagan-East Bengal Derby Match)। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ থাকে সবুজ-মেরুন শিবির। এবারের আইএসএলে লাল-হলুদের অভিযান খুব একটা সুখকর না হলেও রিলায়েন্স কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগে শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারানোর পর থেকে এখনো পর্যন্ত অপরাজিত থাকল লাল-হলুদ শিবির।
আজ শুরু থেকেই টান টান উত্তেজনা ছিল গোটা ম্যাচ জুড়ে। শুরুর থেকেই মাঝমাঠ দখলে মরিয়া ছিল দুইপক্ষ। সেইমতো আক্রমণের ধার ও অনেকটাই বাড়িয়েছিল বাগান ফুটবলাররা। তবে শেষ পর্যন্ত দলের সাক্ষাৎ পতন রোধ করে অতুলরা। জবাবে লাল-হলুদের ফুটবলাররা ও বল নিয়ে উঠে আসতে থাকে তুহিনরা। তবে গোলের মুখ খুলতে বারংবার ব্যর্থ থাকে ফুটবলাররা।
তবে দ্বিতীয়ার্ধের শেষ সময়ে এসে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকে সবুজ-মেরুন। লাল-হলুদের পতন আটকান দলের গোলরক্ষক আদিত্য পাত্র। এককথায় তিনিই আজ লাল-হলুদের নায়ক।