ডুরান্ডের ব্যর্থতার পর ঘরোয়া লিগেও ধাক্কা সবুজ-মেরুন শিবিরের

কলকাতা লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) এবং সুরুচি সংঘ (Suruchi Sangha)। ম্যাচ ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। শেষপর্যন্ত দুই দলের…

Mohun Bagan draw against Suruchi Sangha by 1-1 in CFL 2025

কলকাতা লিগের (CFL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) এবং সুরুচি সংঘ (Suruchi Sangha)। ম্যাচ ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। শেষপর্যন্ত দুই দলের লড়াই জমে ওঠে ঠিকই, কিন্তু জয় মেলেনি কারোরই। ১-১ গোলে ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে।

দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন সুরুচি সংঘের জোসেফ হাওকিপ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫’+৩’) দূরপাল্লার এক চোখধাঁধানো শটে গোল করে গোটা মাঠ তাক লাগিয়ে দেন তিনি। এমন গোল সচরাচর দেখা যায় না। গোলে যাওয়ার বল যেন মিসাইলের মতো ছুটে যায় সবুজ-মেরুন গোলকিপারকে ফাঁকি দিয়ে। গোলের পর সতীর্থরা হাওকিপের বুট পালিশ করে উৎসব করেন, যা নিঃসন্দেহে হয়ে থাকবে লিগের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

   

তবে সেই গোল ধরে রাখতে পারেনি সুরুচি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে মোহনবাগান। খেলার ৮৭ মিনিটে তুষার বিশ্বকর্মা গোল করে দলকে সমতায় ফেরান। গোলটি আসে দারুণ পাসিং মুভমেন্ট থেকে, যা দলগত প্রচেষ্টার পরিচয় দেয়। তবে এরপর আর গোলের মুখ খোলেনি দুই দলের কেউই।

এই ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয় মোহনবাগানকে। পাশাপাশি চোটের কারণে ছিলেন না সালাউদ্দিন। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর প্রস্তুতিতে ব্যস্ত দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী ও সুহেল ভাটরা। ফলে দলে অভিজ্ঞতার ঘাটতি ছিল স্পষ্ট। করণ করণ রাই, পাসাং দোরজি তামাং, লিওয়ান কাস্তানা, রোশন সিংদের মতো ফুটবলাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।

ডুরান্ড কাপ থেকে কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পর, কলকাতা লিগে নামল মোহনবাগান। তবে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবও ছিল চোখে পড়ে। বিশেষ করে মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সমন্বয়ের ঘাটতি বারবার সমস্যায় ফেলেছে সবুজ-মেরুন শিবিরকে।

Advertisements

সুরুচি সংঘের ফুটবলাররা এদিন খেলায় নেমেছিলেন বাড়তি মনোযোগ এবং প্রত্যয়ে। প্রথমার্ধে গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণভাগ আরও জমাট হয়ে ওঠে। এক ইঞ্চি জমিও ছাড়েননি রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। মোহনবাগানের একের পর এক আক্রমণ নিঃসাড়ে ঠেকিয়ে দেন তারা। তবে ম্যাচ শেষে কোচ রঞ্জন ভট্টাচার্যের কণ্ঠে হতাশা। তিনি বলেন, “মোহনবাগানের জুনিয়র দলের সঙ্গে ড্র আমার কাছে হারের সমান। আর কবে জিতব?”

এদিন ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মোহনবাগান। অন্যদিকে, সুরুচি সংঘ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে উঠে এসেছে তৃতীয় স্থানে।

Mohun Bagan draw against Suruchi Sangha by 1-1 in CFL 2025