করোনাম আক্রান্ত হয়েছেন এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল (Brendan Hamill)। এছাড়াও আরও পাঁচ ফুটবলার জ্বরে ভুগছেন।
সূত্রের খবর অনুযায়ী ব্রেন্ডন, আশিকের মতো ফুটবলারের পাশাপাশি দলের গোলকিপার কোচের জ্বর আছে।দীপক মনভীর এখন খানিকটা ফিট।দল নিয়ে খুব চিন্তিত কোচ ফেরান্দো,তিনি চাইছেন না ডুরান্ড শুরু’র আগে কোনও সদস্য মিডিয়া’র সামনে মুখ খুলুক।
Advertisements
গত জুন মাসে মেলবোর্ন ভিক্ট্রি থেকে বছর দুয়েকের চুক্তিবদ্ধ হ্যামিল’কে দলে নিয়েছে এটিকে মোহনবাগান।তিরি’র পরিবর্ত খেলতে দেখা যাবে এই ডিফেন্ডার’কে।
Advertisements
প্রসঙ্গত, রোববার ক্লাবের মাঠে দুই বারের আইসিএল চ্যাম্পিয়ান চেন্নাইয়িনের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান।সেই ম্যাচে যে হ্যামিল খেলবেন না সেটা আগেই স্পষ্ট হয়ে গেছিলো।


