মার্চের ১০ তারিখের ডার্বি (Kolkata Derby) বয়কট করার সিদ্ধান্ত নিল মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। ক্লাবের এই সিদ্ধান্ত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করেছে মোহনবাগান। টিকিটে দামের বৈষম্যের কারণে ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবির।
বহু জল্পনার পর ঠিক করা হয়েছে ১০ মার্চেই ডার্বি হবে। সময় একটু পিছিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৮ টার সময় কিক অফ হওয়ার কথা। বহু প্রতীক্ষিত এই ম্যাচের দিনক্ষণ সংক্রান্ত জট ছাড়ার পর বিতর্ক শুরু হয় টিকিটের দাম নিয়ে।
এবারের ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল। টিকিটের দাম নির্ধারণের দায়িত্বও তাদেরই। টিকিটের দাম প্রকাশ্যে আসার পর থেকে বিতর্ক শুরু হয়। দামে বৈষম্য। আয়োজক দল ইস্টবেঙ্গল সমর্থকদের টিকিটের দাম কম রাখা হয়েছে। অনেকটাই বেশি বাগান সমর্থকদের জন্য ধার্য টিকিটের দাম।
টিকিটের দামে বৈষম্য প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছিল মোহনবাগান। বাগান সচিব দেবাশীষ দত্ত আভাস দিয়েছিলেন, বড় কোনও পদক্ষেপ নিতে পারে ক্লাব।
Press Release.#MohunBagan #Mariners #MBAC #MohunBaganAthleticClub #JoyMohunBagan #PressRelease pic.twitter.com/FioN2Lmnda
— Mohun Bagan (@Mohun_Bagan) March 7, 2024
বড় পদক্ষেপ নিল মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। মোহনবাগান ক্লাবের তরফে পোস্ট করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অ্যাওয়ে ক্লাবের সমর্থকদের প্রায় দ্বিগুণ দামে টিকিট কাটতে হচ্ছে, এই দৃশ্য ফুটবল বিশ্বে বিরল। ইস্টবেঙ্গল ক্লাবের এই লজ্জাজনক সিদ্ধান্ত সুন্দর এই খেলাকে কালিমালিপ্ত করেছে, আঘাত করেছে সমর্থকদের আবেগে… এই ঘটনার প্রতিবাদে ১০ মার্চে হতে চলা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের কোনো টিকিট কেনা বা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বলা যেতে পারে আমরা এই ডার্বি বয়কট করছি।’