আজ ২৯ জুলাই মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। এই উপলক্ষে মেরিনার্স শিলিগুড়ি মোহনবাগানের তরফ থেকে পালন করা হল মোহনবাগান ক্লাবে জন্মদিন। এই উপলক্ষে সকাল থেকেই ক্লাবের জন্মদিন পালন করতে ব্যস্ত ছিলেন মোহনবাগান মেরিনার্স এর সকল সদস্য এবং সমর্থকেরা।
Advertisements
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ির সতেরো নং ওয়ার্ড কাউন্সিলার মিলি সিনহা এবং গোটা উত্তরবঙ্গের মোহনবাগানের সর্বসেবা অরুপ মজুমদার।সকালে কেক কেটে পতাকা তুলে জন্মদিন পালন করলেন মোহনবাগানের ক্ষুদে সমর্থকেরা।এবং কলেজপাড়ার বাঘাযতীন পার্কের মাঠে মোহনবাগানের রঙে রাঙিয়ে তোলা বেলুন ওড়ানো হয়।
Advertisements
এদিন মোহনবাগানের উত্তরবঙ্গের অন্যতম কর্তা অরুপ মজুমদার জানান আমাদের চেষ্টা আছে মোহনবাগানের খেলা উত্তরবঙ্গের নানান জায়গায় ফেলবার।এবং উত্তরবঙ্গে মোহনবাগানকে জনপ্রিয় করে তোলা।


