মোহনবাগান দিবসের টিকিট বিক্রি নিয়ে জারি হল বিশেষ বিবৃতি

দিন তিনেকের অপেক্ষা মাত্র। তারপরেই সাড়ম্বরে পালিত হবে মোহনবাগান দিবস (Mohun Bagan Day 2025)। প্রত্যেক বছর এই দিনটির অপেক্ষা করে থাকে আপামর সবুজ-মেরুন জনতা। বিগত…

Mohun Bagan Day 2025: Ticket Sale Details Announced for Kolkata’s Iconic Celebration

দিন তিনেকের অপেক্ষা মাত্র। তারপরেই সাড়ম্বরে পালিত হবে মোহনবাগান দিবস (Mohun Bagan Day 2025)। প্রত্যেক বছর এই দিনটির অপেক্ষা করে থাকে আপামর সবুজ-মেরুন জনতা। বিগত বছরগুলির মত এবারও ক্লাবের পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন বিভাগে সম্মানিত করা হবে ক্রীড়া ব্যক্তিত্বদের। গত মাসের মাঝামাঝি সময় ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটা জানিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। এক্ষেত্রে উক্ত দিনে প্রদর্শনী ম্যাচের পাশাপাশি বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে কৃতিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Also Read | প্রথম দিনের অনুশীলনে চনমনে মেজাজে অভিষেক সিং

   

এবার সেই অনুষ্ঠানের টিকিট নিয়ে বিশেষ বিবৃতি জারি করা হল সবুজ-মেরুনের তরফে। সেই অনুযায়ী বলা হয়েছে, সকল সমর্থকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আসন্ন মোহনবাগান দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য উল্লেখিত সময়গুলিতে টিকিট বন্টন করা হবে। বিবৃতি অনুযায়ী গত ১৭ জুলাই থেকে আগামী ২৮ শে জুলাই দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে টিকিট বিতরণ। উল্লেখিত এই সময়ের মধ্যেই ক্লাব টেন্টে এসে নির্দিষ্ট টিকিট সংগ্রহ করতে হবে সকলকে। এক্ষেত্রে দুইটি ভাগে ভাগ করা হয়েছে ক্লাব সদস্যদের পাশাপাশি দলের সাধারণ সমর্থকদের।

Advertisements

ক্লাবের সদস্যদের মাথাপিছু একটি করে টিকিট বিনামূল্যে বিতরণ করা হবে। তবে তাঁরা চাইলে ৫০ টাকা করে অতিরিক্ত তিনটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও খাবারের কুপন নিতে চাইলে প্রতি টিকিটে ২০০ টাকা করে খরচ করতে হবে সদস্যদের। অপরদিকে, দলের সাধারণ সমর্থকরা ৫০ টাকা করে মোট পাঁচটি টিকিট সংগ্রহ করার সুযোগ পাবেন। পাশাপাশি খাবারের কুপন নিতে চাইলে ৫০০ টাকা করে প্রতি টিকিটে খরচ পড়বে বাগান প্রেমীদের। আসন্ন কলকাতা লিগের ডার্বি ম্যাচের পাশাপাশি এই অনুষ্ঠান নিয়ে যথেষ্ট আগ্রহী মেরিনার্সরা।