২৯ জুলাই মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) ইতিহাসে গৌরবময় একটি দিন। প্রতিবছরের মতো এবারও এই দিনটি উদ্যাপিত হবে যথাযোগ্য মর্যাদায়, ‘মোহনবাগান দিবস’ (Mohun Bagan Day 2025) হিসেবে। ক্লাবের দীর্ঘ ইতিহাসে যাঁরা অসাধারণ অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানাতে এই দিনেই তুলে দেওয়া হয় ‘মোহনবাগান রত্ন’ সহ একাধিক পুরস্কার। এ বছর ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত হতে চলেছেন ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস, যাঁকে স্নেহ করে সকলে চেনেন টুটু বোস নামে।
মঙ্গলবার, মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক শেষে ক্লাবের নতুন সচিব সৃঞ্জয় বোস সাংবাদিক সম্মেলনে অন্যান্য বার্ষিক পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন এবং বর্তমান তারকা, সংগঠক, সাংবাদিক ও সমর্থকদের একত্রে সম্মান জানানো হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
শেষ মুহূর্তের গোলে হার, ডার্বির আগে চাপে ইস্টবেঙ্গল
সম্মানিত হচ্ছেন যাঁরা:
এ বছর মোহনবাগানের বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন মাঝমাঠের প্রাণ, আপুইয়া (Apuia)। মিজোরামের এই প্রতিভাবান ফুটবলার মুম্বই সিটি এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়ে গত মরসুমে নজর কেড়েছিলেন। আইএসএলে ক্লাবের হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্যই তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সেরা উদীয়মান যুব ফুটবলারের পুরস্কার যাচ্ছে দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas) ঝুলিতে। ক্লাবের রক্ষণভাগে তাঁর দৃঢ় অবস্থান ও ধারাবাহিকতা তাঁকে কোচ মোলিনার অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত করেছিল। এ বছর সেরা ফরোয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা জেমি ম্যাকলারেন (Jamie Maclaren), যিনি গত আইএসএলে সবুজ-মেরুন জার্সিতে ১১টি গোল করে নজর কাড়েন।
সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন রণজ্যোৎ সিং খায়রা, যিনি ক্লাবের ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘদিন ক্লাবের হয়ে খেলে যাওয়া প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায় পাচ্ছেন ‘জীবনকৃতি সম্মান’।
সাংবাদিকতা ও সংগঠনে অবদান
ক্রীড়াজগতের নিরলস পর্দার পেছনের কণ্ঠ সাংবাদিকদেরও যথাযথ সম্মান জানাচ্ছে মোহনবাগান। এ বছর মরণোত্তর ক্রীড়া সাংবাদিক সম্মানে ভূষিত হচ্ছেন দুই বিশিষ্ট নাম অরুণ সেনগুপ্ত ও মানস ভট্টাচার্য।
ক্রীড়া সংগঠনের অন্যতম স্তম্ভ হিসেবে অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব অমল কুমার মৈত্র পাচ্ছেন সেরা ক্রীড়া সংগঠকের সম্মান। সেরা রেফারি নির্বাচিত হয়েছেন মিলন দত্ত।
অন্য পুরস্কার প্রাপ্তরা
সেরা হকি খেলোয়াড় হয়েছেন অর্জুন শর্মা, সেরা অ্যাথলিট হয়েছেন অর্চিতা বন্দ্যোপাধ্যায়। আর সেরা সমর্থকের সম্মান পাচ্ছেন রিপন মণ্ডল, যিনি গত মরসুমে জামশেদপুরের বিরুদ্ধে এক অ্যাওয়ে ম্যাচে হেনস্তার শিকার হয়েও ক্লাবের পাশে ছিলেন অটলভাবে। পুরস্কার পেয়ে তিনি আবেগাপ্লুত, বলেন, “আমি এখনও ভাবতে পারছি না যে আমি যেই ক্লাবের জন্য নিজের সবটুকু উজাড় করে দিই, সেই ক্লাবের তরফে আমি বর্ষসেরা সমর্থক। এটা ভাষায় বোঝানোর মতো নয়।” এছাড়া সেরা রেফারি সম্মান পাচ্ছেন মিলন দত্ত এবং জীবনকৃতি সম্মানে ভূষিত হবেন রাজু মুখোপাধ্যায়।
এ বছরের মোহনবাগান দিবস উদ্যাপন আরও রঙিন করে তুলবে গানের সুর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটি এবং জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী।
Mohun Bagan Day 2025 Award list From Footballer Dipendu Biswas to Apuia and Jamie Maclaren