Mohun Bagan: অ্যাডাম লিওকে দলের দায়িত্ব দিতে পারে মোহনবাগান

Adam Lea

নয়া ফুটবল মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে দল গঠনে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। সেইমতো, এবারের বিশ্বকাপ খেলা ফুটবলার জেসন কামিন্স থেকে শুরু করে দেশীয় ফুটবলারদের মধ্যে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ সহ আনোয়ার আলির মতো ফুটবলারদের দলে টেনেছে কলকাতার এই প্রধান।

Advertisements

তবে সেখানেই শেষ নয়। উয়েফা ইউরো কাপের অন্যতম এক তারকা ফুটবলার তথা আলবেনিয়ান ফুটবল দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচিত হয়ে আসা তারকা আর্মান্দো সাদিকুর ও ডেস্টিনেশন থেকেছে সবুজ-মেরুন। বলা যায় এবারের এই তারকাখচিত দল নিয়েই সাফল্য পেতে চাইছে কলকাতার এই প্রধান।

   

সেটা মিলেছে ও একেবারে মরশুমের শুরুতে। এবারের ডুরান্ড কাপের ফাইনালে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে ডুরান্ড কাপ ঘরে তুলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যা দেখে খুশি আপামর বাগান জনতা। তবে সেখানেই শেষ নয়। চলতি ইন্ডিয়ান সুপার লিগেও ব্যাপক ছন্দে রয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। পাঞ্জাব এফসিকে হারিয়ে যে জয় রথ এগোতে শুরু করেছিল তা রয়েছে এখনো। টানা তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে বর্তমানে আইএসএলের শীর্ষস্থানে রয়েছে পালতোলা নৌকা ব্রিগেড। এমনকি এএফসি কাপে ও অপরাজিত রয়েছে দিমিত্রি-বুমোসরা। বলতে গেলে এবার বড়সড় সাফল্য পাওয়ার আশায় পথ চেয়ে রয়েছেন বাগান সমর্থকরা।

Advertisements

তবে শুধু সিনিয়র দল নয়। এবার মোহনবাগানের যুব দলের দিকেও বাড়তি নজর দিতে চায় ম্যানেজমেন্ট। ক্লাবের যুব ফুটবলারদের কথা মাথায় রেখে এবার অ্যাডাম লিওকে দলের দায়িত্ব দিতে চাইছে মোহনবাগান। যিনি বর্তমানে প্রিমিয়ার লিগের স্পোর্টস কনসাল্টিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত, স্কিল হেডকোচ হিসেবে রয়েছেন এই তারকা।

তাই আগামী দিনে বাগান ফুটবলারদের স্কিল ডেভলপমেন্টের কথা মাথায় রেখে দায়িত্ব দেওয়া হতে পারে এই তারকাকে। যা নিঃসন্দেহে বড়সড় চমক হতে চলেছে। উল্লেখ্য, আগামী কিছুদিন পরেই শুরু হতে চলেছে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের নতুন মরশুম। তার আগে এমন হাই প্রোফাইল কোচের আবির্ভাব দলকে যে আরও শক্তিশালী করবে তা কিন্তু বলাই চলে।