সেপ্টেম্বর-অক্টোবর মাসে চাপে পড়তে পারে Mohun Bagan

সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আসন্ন ফুটবল মরসুমের ক্যালেন্ডার। গতবারের মতো এবারেও সিনিয়র পর্যায়ে একাধিক টুর্নামেন্ট রয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতার কথাও ভুললে…

Mohun Bagan fan in salt lake

সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আসন্ন ফুটবল মরসুমের ক্যালেন্ডার। গতবারের মতো এবারেও সিনিয়র পর্যায়ে একাধিক টুর্নামেন্ট রয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতার কথাও ভুললে চলবে না। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) ২০২৩-২৪ মরসুমের লিগ শিল্ড বিজেতা। সেই সুবাদে বাগানকে খেলতে হবে এসিএল ২। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ক্লাবকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ সূচি অনুযায়ী সেই সময় চলতে পারে একাধিক টুর্নামেন্ট।

CFL: দাদাকে দেখে মাঠে আসা, খিদিরপুরের হয়ে খেতাব জয় করাই লক্ষ্য সুরজিৎ-এর

   

কলকাতা ফুটবল লিগ আসন্ন। খেলবে মোহনবাগ সুপার জায়ান্ট। মনে করা হচ্ছে রিজার্ভ দলের ফুটবলারদের ওপর আস্থা রাখবে মোহনবাগান। এই রিজার্ভ দলের একাধিক ফুটবলার পরবর্তীকালে জায়গা পেয়ে যেতে পারেন ক্লাবের সিনিয়র দলে। দীপেন্দু বিশ্বাস, সুহেল আহমেদ ভাট, রাজ বাস্ফোররা যেমন পেয়েছিলেন।

কলকাতা ফুটবল লিগের পাশাপাশি ডুরান্ড কাপেও তরুণ ফুটবলারদের ওপর ভরসা রাখতে পারে ক্লাব। সেই সঙ্গে হয়তো পরোক্ষ করে নেওয়া হতে পারে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে। ফেডারেশনের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন ডুরান্ড কাপ হতে পারে ২৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

Pritam Kotal: দল বদল করার পথে প্রীতম কোটাল?

ডুরান্ড কাপ শেষ হওয়ার দিন কয়েক পরেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ (১৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৫)। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ এর সূচনা হতে না হতেই সুপার কাপ ও এসিএল ২ নিয়ে শুরু হবে দিন গোনা। সুপার কাপের গ্ৰুপ পর্ব হবে ১ অক্টোবর থেকে ১৫ মে পর্যন্ত।

১৬ আগস্ট এসিএল ২ গ্ৰুপ স্টেজের ড্র। সেপ্টেম্বর ও অক্টোবর, এই দুই মাসে সবুজ মেরুন শিবিরকে এক সঙ্গে ভাবতে হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ, সুপার কাপ ও এসিএল ২ টুর্নামেন্ট নিয়ে।