শুধুমাত্র সিনিয়রদের দায়িত্বই নয়, তার পাশাপাশি সবুজ মেরুন শিবিরের যুব দলের বিরাট দায়িত্বে এলেন এটিকে মোহনবাগান দলের কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। এবার দলের যুব দল বাছাই করার দায়িত্ব নিলেন তিনি।
২০ জুন যুব ভারতী’তে তিনটি বয়স ভিত্তিক স্কোয়াডের প্রাথমিক পর্বের স্কাউটিং হবে। গোটা বিষয়টার দায়িত্ব সামলাবেন মোহনবাগানের প্রধান কোচ ফেরান্দোর সহকারী বাস্তব রায়।
কিয়ান নাসিরি, আর্শ আনোয়ার ,সুনীল রাঠি, ফারদিন মোল্লা – গত কয়েক বছরে একাধিক যুব প্রতিভা’দের বাংলার ফুটবল’কে উপহার দিয়েছে মোহনবাগান। সকলেই সুযোগ পেয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে।
বার্সেলোনার ভাবাদর্শে বিশ্বাসী ফেরান্দো,একসময় নিজেই এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন। তাই এবার নতুন’দের আগাম দেখে নেওয়ার বিষয়ে বিশেষ উদ্যোগী হয়ে উঠেছেন তিনি। তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট তার পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে’ও খেলবে তারা।
স্প্যানিশ কোচের চিন্তা ভাবনায় বিরাট আস্থা সবুজ মেরুন টিমের। তাই ম্যানেজমেন্টের তরফে তার হাতে’ই তুলে দেওয়া হলো যুব দল বাছাইয়ের দায়িত্ব। ফেরান্দো নিজেও উপস্থিত থাকবেন তত্ত্বাবধানে।
ট্রায়ালের দিনক্ষণ:
২০-২২ জুন – অনুর্দ্ধ-১৮ দল
২৪ – ২৬ জুন – অনুর্দ্ধ-১৫ দল
২৮-৩০ জুন – অনুর্দ্ধ-১৩ দল