AFC CUP: প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ, আবাহনী দল নিয়ে কী বললেন ফেরেন্দো?

আগামীকাল বিকেলে এএফসি কাপের (AFC CUP) প্রিলিমিনারি রাউন্ডের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan )। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী।

Juan Fernando

আগামীকাল মঙ্গলবার বিকেলে এএফসি কাপের (AFC CUP) প্রিলিমিনারি রাউন্ডের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan )। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী। গত ম্যাচে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসিকে হারিয়েছিল মেরিনার্সরা। যারফলে, হতাশা কাটিয়ে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে বাগান ফুটবলারদের। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই এবার আবাহনী বধ করতে মরিয়া লিস্টন- শুভাশিসরা। ঠিক তেমনটাই ইঙ্গিত দিলেন মোহনবাগান দলের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো (Mohun Bagan Coach Juan Ferrando)।

ঘন্টাকয়েক আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে তিনি বলেন,”আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিপক্ষ দলকে নিয়ে ভাবতে চাইছি না। ওদের দলে যেমন ৯ জন বিদেশি ফুটবলার রয়েছে ঠিক সেরকম ভাবেই আমাদের দলেও ৬ জন বিদেশি ফুটবলার আছে। তাই লড়াই খুব একটা সহজ হবে না। তবে আমরা এখন আমাদের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবতে চাই।

নিজেদের পরিকল্পনা মতো ম্যাচে এগোতে চাই। পাশাপাশি দলের জয় সুনিশ্চিত করতে চাই।” তবে এএফসি কাপের গত ম্যাচে মাচিন্দ্রা এফসির বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন অজি তারকা দিমিত্রি পেট্রতোস ও দেশিয় তারকা আশিক কুরুনিয়ান। আজ সাংবাদিকদের তরফ থেকে সেই নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে ভোলেননি বাগানের এই আইএসএল জয়ী কোচ।

এই দুই তারকা ফুটবলারদের প্রসঙ্গে ফেরেন্দো বলেন, দুজনেই এখন যথেষ্ট সুস্থ আছে। দলের সঙ্গে ও অনুশীলন করছে। তবে আগামীকাল এএফসি কাপের ম্যাচে তাদের নামানো হবে কিনা সেই নিয়ে এখনো কিছু বলা সম্ভব নয়। তবে আজ অনুশীলন শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। বলাবাহুল্য, বাগানের প্রথম একাদশে দিমিত্রি পেট্রতোস না থাকলে কিছুটা হলেও যে চাপ বাড়বে বাগান শিবিরের তা কিন্তু বলাই চলে।