Mohun Bagan Coach: সেলফি বিতর্কে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো

Juan Ferrando controversy

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ শুরু হওয়ার আগে মিডিয়ার সামনে প্রতিটি আইএসএল দলের কোচ এবং প্রতিনিধিরা। টুর্নামেন্টের ট্রফির সঙ্গে কোচের ছবি উঠেছে। মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো Mohun Bagan Coach Juan Ferrando) আলাদা করে ফোনে সেলফি নিয়েছেন এবং বিতর্কের জন্ম দিয়েছেন।

সেলফি বিতর্কে মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরা। একটা সেলফি থেকে যে এতটা বিতর্ক হতে পারে আইএসএল চ্যাম্পিয়ন কোচ নিজেও ভাবতে পারেননি। বস্তুর হুয়ান নিজেও হয়তো বুঝতে পারেননি তার তোলা সেলফিতে মজুত রয়েছে বিতর্ক ছড়ানোর মতো উপকরণ। কোচের এই সেলফি দেখে অবশ্য সবুজ মেরুন সমর্থকরা বেশ খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে পোস্ট হয়েছে মিম।

   

হুয়ান ফেরান্ডোর তোলা সেলফিতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল দ্বৈরথের গন্ধ। অনুষ্ঠানে উপস্থিত প্রতি দলের কোচের সঙ্গে সেলফি নিতে গিয়েছিলেন বাগান কোচ। ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাতও উপস্থিত ছিলেন সেখানে। ফেরান্ডোর ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিলেন তিনি। হুয়ান যখন সেলফি তুললেন তখন ঢেকে গিয়েছিলেন কার্লোস কুয়াদ্রাত। সেলফিতে অন্যান্য দলের কোচেদের মুখ স্পষ্ট থাকলেও ইস্টবেঙ্গল কোচের মুখে হুয়ানের পিছনে ঢেকে গিয়েছিল। এতেই শুরু হয় বিতর্ক।

ফুটবল প্রেমীদের কেউ কেউ বলছেন সবুজ মেরুন কোচ ইচ্ছা করেই লাল হলুদ কোচের মুখ কায়দা করে ঢেকে দিয়েছিলেন। এতে অবশ্য মোহনবাগান সমর্থকরা খুশিই নিয়েছেন। কার্লোস কুয়াদ্রাতদের বিরুদ্ধে দশজনে খেলে Durand Cup জয়। তার ওপর আবার এই সেলফি, কোচের কীর্তিতে মোহন সমর্থকরা বেজায় খুশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন