Juan Ferrando: ম্যাচের আগে অজুহাত দিয়ে রাখলেন বাগান কোচ!

juan ferrando

এবারের ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে মোহন বাগান (Mohun Bagan )সুপার জায়ান্ট। পরপর পাঁচটি ম্যাচে দল জিতেছে। আজ ছয়ে ছয় করার সুযোগ রয়েছে সুপার জায়ান্টের সামনে। প্রতিপক্ষ ওড়িশা এফসি (Odisha FC)। বাগানের কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে ওড়িশা এফসি। তাদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)।

আরও পড়ুন: Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য

   

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলন নিয়ে ক্রীড়া সূচি নিয়ে কয়েকটা কথা বলেছেন সবুজ মেরুন কোচ। অভিযোগ বলা যায় না, তবে কিছু কথা তিনি বলেছেন। মোহন বাগান সুপার জায়ান্টের কোচ বলেছেন, “শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলে রবিবার ফিরেছি আমরা। তার পরে হাতে দু’দিন ছিল তৈরি হওয়ার জন্য। এখনও আমাদের সামনে ২২টা ম্যাচ আছে। এই ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন: Mohun Bagan SG: মোহনবাগান সমর্থকদের আরও একটি ইচ্ছা পূরণ হতে পারে

চলতি মরসুমে একাধিক টুর্নামেন্টে খেলছে মোহন বাগান সুপার জায়ান্ট। সেই অনুযায়ী স্কোয়াড গঠন করা হয়েছে। ভালো স্কোয়াড থাকলে কি হবে, চোট আঘাত সমস্যা লেগেই রয়েছে। খেলোয়াড়দের ফর্মে চড়াই উৎরাই থাকেই। সব মিলিয়ে বাগানের পারফরম্যান্স বিগত কয়েক ম্যাচে সুপার ছিল না একেবারেই। শেষ ম্যাচ দল জিতলেও খেলার ধরণে খুশি হতে পারেননি বাগান সমর্থকদের অনেকে।

আরও পড়ুন: East Bengal: নিজেদের ভাগ্য নিজেরা বদলেছি: ইস্টবেঙ্গলের ‘প্রফেসর’

হুয়ান অবশ্য সিস্টেমের ওপর আস্থা রাখার কথা বারবার বলেছেন, “সিস্টেম ঘন ঘন পাল্টানো কঠিন। বিশ্বের কোথাও এটা হয় না। সিস্টেমের কথা মাথায় রেখেই মরশুমের শুরুতে দল গড়া হয়। সেই অনুযায়ীই সিস্টেম বাছাই করা হয়। তবে পরিকল্পনায় বদল আসতেই পারে। যে খেলোয়াড়দের পক্ষে যে পরিকল্পনা মানানসই হবে, সেই পরিকল্পনা অনুযায়ীই খেলা উচিত। লক্ষ্য তো শেষে একটাই- তিন পয়েন্ট।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন