‘গো ব্যাক মলিনা’ শ্লোগান শুনেও বাগান কোচের মুখে হাসি

রাভশনের বিরুদ্ধে অনায়াসে জিততে পারতো মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এই ম্যাচে রক্ষণভাগ কোনও গোল হজম না করলেও একাধিক ফুটবলারের অফ ফর্ম ভুগিয়েছে দলকে। কোচ…

Mohun Bagan Coach Jose Molina

রাভশনের বিরুদ্ধে অনায়াসে জিততে পারতো মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এই ম্যাচে রক্ষণভাগ কোনও গোল হজম না করলেও একাধিক ফুটবলারের অফ ফর্ম ভুগিয়েছে দলকে। কোচ হোসে মলিনার (Jose Molina) পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। যুবভারতীতে উঠেছে ‘গো ব্যাক মলিনা’ শ্লোগান। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বাগান কোচকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল।

   

‘স্টেডিয়ামে সমর্থকরা গোল ব্যাক মলিনা শ্লোগান দিচ্ছিলেন, এ ব্যাপারে আপনার কী মতামত?’ ম্যাচের পর মোহনবাগান কোচের সম্মুখে ছিল এই প্রশ্ন। অভিজ্ঞ স্প্যানিশ ট্যাকটিশিয়ান উত্তর দিলেন হাসি মুখে। তিনি বুঝিয়ে দিয়েছেন, ক্লাব সমর্থকদের এই শ্লোগান তাঁকে মোটেও প্রভাবিত করেনি।
জবাবে সবুজ মেরুন কোচ বলেছেন, ‘আমি এখানে খুশি। প্লেয়ার, ম্যানেজমেন্ট, মিডিয়া… সবাইকে নিয়ে কাজ করতে পেরে খুশি। দলকে সাহায্য করতে এসেছি। এখনই থামার কোনও প্রশ্ন ওঠে না। অন্যান্য দিনের মতো আগামী দিনেও কাজ শুরু করবো। প্রত্যেকের বলার অধিকার রয়েছে। সমর্থকরা এখন আমাকে নিয়ে সন্তুষ্ট নন। এটা জানানোর অধিকার তাদের রয়েছে।’

খাতায় কলমে এবারেও মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াড বেশ শক্তিশালী। তারকা ফুটবলারের অভাব নেই। অভাব রয়েছে ধারাবাহিক পারফরম্যানসের। ডুরান্ড কাপের পর শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ, এএফসি টুর্নামেন্ট। তারও আগে রিজার্ভ দল খেলতে নেমেছিল কলকাতা ফুটবল লিগ। সব মিলিয়ে বেশ কিছু ম্যাচ ইতিমধ্যে খেলেছে মোহনবাগান। কিন্তু দিমি পেত্রাতসরা নিজেদের পরিচিত ফর্মের ধরেকাছেও নেই। থাকলেও হয়তো রাভশন ম্যাচ থেকে পুরো পয়েন্ট আদায় করে নিতে মোহনবাগান সুপার জায়ান্ট।

মলিনার পরিকল্পনাও প্রশ্নের মুখে। দল জিতলে কিংবা ভাল খেললে সমর্থকরা ‘গো ব্যাক মলিনা’ শ্লোগান নিশ্চই দিতেন না। দল যেমন ভাল হয়েছে, তেমনই ভাল ফলাফল আশা করছেন সবুজ মেরুন ভক্তরা। দলকে দ্রুত জয়ের পথে ফিরতে হবে, নাহলে মলিনার ওপর চাপ আরও বাড়বে বৈ কমবে না।