আসন্ন মরসুমের জন্য নতুন কোচ নিয়োগ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। লোপেজ হাবাসের পরিবর্তে বাগানের হেড কোচ হয়েছেন হোসে মোলিনা (Jose Molina)। দায়িত্ব নেওয়ার পরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই মতো কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।
হেড কোচের সঙ্গে বদল হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের কোচিং টিমে। কোচিং টিমে মোলিনা তাঁর পছন্দের ব্যক্তিদের নিয়ে আসতে চলেছেন। মোলিনাকে নিয়োগ করার পর যে কোচিং স্টাফেও বদল হতে চলেছে সেটা অনুমান করেছিলেন ময়দানের একাংশ।
Mohun Bagan: হুগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মোহনবাগান!
২০২৩-২৪ মরসুমে মোহবাগান সুপার জায়ান্টের সহকারী কোচের ভূমিকায় ছিলেন ম্যানুয়েল কাসকালানা। লোপেজ হাবাসের সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি। মরসুমের শেষের দিকের কিছু ম্যাচে উপস্থিত ছিলেন না হাবাস। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে থাকতে হয়েছিল মাঠের বাইরে। সেই সময় দলকে প্রশিক্ষক দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ম্যানুয়েল। হাবাসের অনুপস্থিতিতে একাধিক ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি। মোহনবাগান সুপার জায়ান্ট ইনস্টাগ্রামে ম্যানুয়েলকে আর ফলো করছে না. আনফলো করে দিয়েছে।
Katsumi Yusa: ‘তাড়াতাড়ি গাড়িতে তোলো’, ১৫ মিনিটে শেষ কাতসুমির ট্রায়াল
ইনস্টাগ্রামে আরও একজনকে আনফলো করে দিয়েছে মোহনবাগ সুপার জায়ান্ট। তিনি আলবার্তো লিনেন, প্রাক্তন ফিটনেস কোচ। এই দুই প্রশিক্ষককে বাগান আনফলো করার মনে করা হচ্ছে মোলিনা নিয়ে আসতে চলেছেন নিজের পছন্দের সহকারীদের।