মোহনবাগান (Mohun Bagan) একদিন পরই তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে আইএসএলে মাঠে নামতে চলেছে। শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ নিয়ে চিন্তিত সবুজ-মেরুনের কোচ জোসে মোলিনা (Jose Molina), তবে তাঁর মন শুধুই এই ম্যাচে আটকে নেই। পরবর্তী দু’টি ম্যাচও তাঁর মনে জায়গা করে নিয়েছে। আসলে ২ অক্টোবর ইরানের তাবরিজে ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এ (এএফসি) মোহনবাগানের ম্যাচ রয়েছে। এর পর ৫ অক্টোবর, ফের আইএসএলে মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে মুখোমুখি হতে হবে। এভাবে পরপর ম্যাচ খেলার কারণে কিছুটা উদ্বিগ্ন কোচ মোলিনা, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
শুক্রবার সকালে ঘরের মাঠে অনুশীলন সেরে বেঙ্গালুরু উদ্দেশ্যে রওনা দিয়েছে মোহনবাগান। সেখানেই ম্যাচ খেলে দল সরাসরি ইরানের উদ্দেশ্যে রওনা দেবে, ট্রাক্টর ম্যাচে অংশ নিতে। ২ অক্টোবর ম্যাচ খেলে ৪ অক্টোবর কলকাতায় ফিরবে মোহনবাগান। তার পরের দিনই মহামেডানের বিরুদ্ধে মাঠে নামতে হবে। এর ফলে, দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটানোর আগেই মিনি ডার্বিতে নামতে হবে দলকে, এবং প্রায় বিনা অনুশীলনেই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ মোলিনা।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোলিনা বলেন, “আমরা ২ অক্টোবর ইরানে ম্যাচ খেলে ৪ অক্টোবর ফিরব। পরের দিনই আরেকটা ম্যাচ রয়েছে। এই সূচি একেবারেই সন্তোষজনক নয়। অন্ততপক্ষে, ম্যাচের আগে একটা দিন প্রস্তুতির জন্য প্রয়োজন। সূচি তৈরির সময় এএফসি-র প্রতিযোগিতাগুলোকেও মাথায় রাখা উচিত ছিল।” তবে মোহনবাগান তাদের পূর্ণ শক্তির দল নিয়ে ট্রাক্টর ম্যাচে অংশ নেবে কি না, সেটা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট ফুটবলারদের সঙ্গে আলোচনা করছে এবং তারা ইরান যেতে ইচ্ছুক কি না, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আলবার্তো রড্রিগেজ শনিবারের ম্যাচে থাকছেন না। তবে সদ্য দলে যোগ দেওয়া নুনো রেইসকে আইএসএলে রেজিস্ট্রেশন করা হবে না বলে কোচ জানিয়েছেন। মোলিনা বলেন, “নুনো দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে, তবে তাকে শুধুমাত্র এএফসি ম্যাচের জন্যই নেওয়া হয়েছে।”