Mohun Bagan: কোচি থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে কী বললেন মোলিনা?

গত শনিবার কোচিতে আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল থেক্কাথারা পুরুষোথামণের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। পুরো…

Mohun Bagan Coach Jose Molina Expresses Confidence After Winning Three Points in Kerala

গত শনিবার কোচিতে আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল থেক্কাথারা পুরুষোথামণের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। পুরো সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে কলকাতা ময়দানের এই প্রধান। এদিন ও সবুজ-মেরুন জার্সিতে নিজের জাত চেনান অজি তারকা জেমি ম্যাকলারেন। করেন দুইটি গোল। এছাড়াও দলের হয়ে ব্যবধান বাড়ান স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ। যারফলে অনায়াসেই জয় সুনিশ্চিত করে ফেলে মোহনবাগান।

   

দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বাগান কোচ জোসে মোলিনা‌। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের দল সঠিক পথেই এগোচ্ছে। আজ আমাদের এই তিন পয়েন্ট অনেকটাই এগিয়ে দিল। যেটা খুবই গুরুত্বপূর্ণ । আমরা এবারের শিল্ড জয়ের আর ও একধাপ এগিয়ে গিয়েছি। কিন্তু আমাদের লড়াই এখনও শেষ হয়নি। ছেলেদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা আজকের এই জয়টা উৎযাপন করব। তবে পরের দিন থেকেই ওডিশা ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবে। আমরা সেই ম্যাচ জেতার চেষ্টা করবো। কারণ এই ম্যাচ জিততে পারলে আমরা শিল্ড আসবে। তবে আগের চেয়ে ও আমাদের আরও মনোযোগী হতে হবে।”

পাশাপাশি দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ” ম্যাচের প্রথম দিকে কেরালা ব্লাস্টার্স আমাদের উপর যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছিল। বলের দখল ওদের বেশি ছিল। সুন্দরভাবে খেলার গতি আনছিল। এক্ষেত্রে আমাদের ছেলেদের ডিফেন্সে বেশি নজর দিতে হচ্ছিল। যারফলে ওরা বেশকিছু গোলের সুযোগ পেয়েছিল। তবে বিশাল যথেষ্ট সাবধানতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সমস্ত লিগ গুলোতে আমাদের আর ও নজর দিতে হবে।” তবে বলের দখল বাড়ানোর পর যে পরিস্থিতির সম্পূর্ণ বদল এসেছিল সেই কথা ও জানিয়ে দেন এই আইএসএল জয়ী কোচ।

আগামী ২৩ ফেব্রুয়ারি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। এখন সেদিকেই নজর থাকবে সকল সমর্থকদের।