ডায়মন্ড ম্যাচে নেই বাগানের গুরুত্বপূর্ণ ফুটবলাররা? জানালেন কোচ মোলিনা

জন্মদিনেও কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। শুক্রবার (৮ আগস্ট) কেক কাটার পর শুভাশিসের মুখে এক টুকরো তুলে দিয়ে তড়িঘড়ি অনুশীলনে মাঠে নামলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ…

Mohun Bagan Coach Jose Molina

জন্মদিনেও কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। শুক্রবার (৮ আগস্ট) কেক কাটার পর শুভাশিসের মুখে এক টুকরো তুলে দিয়ে তড়িঘড়ি অনুশীলনে মাঠে নামলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা (Jose Molina)। শনিবার ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনও রকম বিলাসিতা নয়, একমাত্র লক্ষ্য জয়।

চলতি ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জেতা বাধ্যতামূলক। সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যে এগিয়ে ডায়মন্ড হারবার। তাই যুবভারতীতে ডায়মন্ডের বিরুদ্ধে এই ম্যাচ কার্যত ‘নক আউট’। সেটা জানেন মোলিনা, তবু বাড়তি চাপ নিচ্ছেন না। স্পষ্ট বলেন, “আমরা মোহনবাগান। আমাদের প্রত্যেক ম্যাচ জিততেই হবে। যারা আছে, তাদের নিয়েই মাঠে নামব। কোনও অজুহাত খাড়া করব না।”

   

ডায়মন্ডের বিপক্ষে নামার আগের দলে নেই একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। চোটে ছিটকে গিয়েছেন আলবার্তো রদ্রিগেজ, মনবীর, কিয়ান ও সুহেল ভাট। কার্ড সমস্যায় নেই দীপেন্দু বিশ্বাস। এই নিয়ে কোনও অভিযোগ নেই কোচের। বললেন, “ওরা থাকলে ভালো হত। কিন্তু না থাকায় হাহুতাশ করছি না। পরিকল্পনা তৈরি, যারা রয়েছে, তাদের নিয়েই সেরা দল নামবে।” ফলত ম্যাচে রক্ষণকে শক্তিশালী করতে ছক বদলের সম্ভাবনাও রয়েছে।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সান্ত্বনার খবর আপুইয়ার এক ম্যাচ নির্বাসনের মেয়াদ শেষ। শনিবারের ম্যাচে তিনি দলে থাকবেন। যদিও এই সিদ্ধান্ত জানাতে ডুরান্ড কমিটি সময় নিয়েছে প্রায় ৯ দিন! এতে ক্ষুব্ধ মোলিনা। তিনি বললেন, “একটা নিষেধাজ্ঞা জানাতে এত দেরি কেন? এতদিন তো জানাই হয়নি, আপুইয়া খেলতে পারবে কি না। এটাই ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় সমস্যা পরিকল্পনার অভাব।”

Advertisements

প্রতিপক্ষ দল ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা একসময় মোহনবাগানকে আই লিগ জেতান। তাঁর প্রসঙ্গে মোলিনার প্রতিক্রিয়া, “কিবু একজন লেজেন্ড। ওঁর কোচিং দক্ষতার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। ওঁরা আমাদের সমস্যা তৈরি করতে পারে। তবে আমরা প্রমাণ করতে চাই, আমাদের দল আরও ভালো।”

ফিরে এসেছেন তিন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস। কিন্তু ফিটনেস নিয়ে এখনও সংশয়। কোচের ভাষায়, “হ্যাঁ, চাইলে ওদের ৯০ মিনিট খেলানো যায়। কিন্তু প্রশ্ন হলো ওরা কতটা কার্যকর হবে এবং চোটের ঝুঁকি কতটা থাকবে? জিততে হবে ঠিকই, কিন্তু খেলোয়াড়দের ফিটনেস ঝুঁকিতে ফেলে নয়।”

এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মরসুমের শুরুতেই এত চোট কেন? এর জবাবে রীতিমতো মোলিনা বলেন, “ফুটবলাররা প্রায় তিন মাস বিশ্রামে থাকে। অফ সিজন খুব বড়। ফলে তারা কতটা ফিট থেকে ফেরে, সেটা নিশ্চিতভাবে বলা যায় না। আমরা তো পুলিশ না, যে সারাক্ষণ নজর রাখব। আইএসএল কবে শুরু হবে, সেটাই স্পষ্ট নয়। ফলে প্রিসিজন প্ল্যান করাই যায়নি।”

সব মিলিয়ে, চোট-আঘাত, দেরিতে নেওয়া ডিসিপ্লিনারি সিদ্ধান্ত এবং মরশুম শুরুর গোলযোগের মধ্যেও, মোলিনার মোহনবাগান ম্যাচে নামবে একটাই লক্ষ্য নিয়ে জয়। শনিবার ডায়মন্ডের বিপক্ষে পয়েন্ট ঘরে তুললেই চলতি ডুরান্ডের নক আউট পর্ব নিশ্চিত করবে সবুজ-মেরুন শিবির।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News