পঞ্জাব ম্যাচে আলবার্তোকে নিয়ে যথেষ্ট আশাবাদী মোলিনা

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পঞ্জাব এফসি।…

Mohun Bagan SG's Coach José Francisco Molina

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পঞ্জাব এফসি। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই আন্দাজ করতে পারছেন বাগান কোচ জোসে মোলিনা‌। সেইমতো নিজেদের একাদশ সাজাতে চাইবেন এই আইএসএল জয়ী কোচ। তবে কার্ড সমস্যা থাকায় দরুন এদিন আপুইয়া এবং টম অলড্রেডকে মাঠে পাবে না মোহনবাগান।

সেটা কিছুটা হলেও চিন্তায় রাখছে সকলকে। তবে গত সোমবার থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন দলের আরেক বিদেশি ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। যারফলে সব ঠিকঠাক থাকলে প্রথম থেকেই তাঁকে দেখা যেতে পারে দলের প্রথম একাদশে‌। যা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে সকলকে। সেই নিয়ে ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে ও যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় জোসে মোলিনাকে। এই স্প্যানিশ ডিফেন্ডারের প্রসঙ্গে তিনি বলেন, ” আশা করি আলবার্তো আসন্ন ম্যাচে খেলবে। ও চুটিয়ে অনুশীলন করেছে। তবে টম অলড্রেড, আপুইয়া এবং থাপার মতো ফুটবলারদের অভাব অনুভব করব। আসলে আমি চাই দলের সবাই খেলার জন্য তৈরি থাকুক।”

   

আর ও বলেন , ” কেউ খেলতে না পারলে খারাপ লাগে। অনিরুদ্ধ থাপা এখনও সেরে উঠছে। সে এখন ও খেলার জন্য সম্পূর্ণ তৈরি নয়। মাঠে নেমে দৌড় শুরু করতে ওর এখনও বেশ কয়েকদিন সময় লাগবে।” হিসাব অনুযায়ী দেখলে এই ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেদের পরাজিত করতে পারলে আইএসএলের লিগ শিল্ড জয়ের দৌড়ে বাকিদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে সবুজ-মেরুন। তাই যেভাবেই হোক এই ম্যাচে জয় পেতে চান বাগান কোচ।

সেক্ষেত্রে জেসন কামিন্সের পাশাপাশি জেমি ম্যাকলারেন এবং লিস্টন কোলাসোর মতো ফুটবলারদের উপরেই নজর থাকবে বাগান হেডস্যারের।