শেষ মরশুমের পর এবারও ঝড়ের বেগে ছুটছে মোহন তরী (Mohun Bagan)। এবছর সিজন শুরু হতেই তাদের ঝুলিতে এসেছে জনপ্রিয় ডুরান্ড কাপ। যার ফাইনালে তারা পরাজিত করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে। যা নিয়ে খুশির আমেজ তৈরি হয়েছিল বাগান সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে সুপার কাপের সময় থেকে কিছুটা অফ কালার থাকলেও স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই ফের পুরোনো ছন্দে ফিরে আসে মোহনবাগান ব্রিগেড।
যারফলে, প্রথম লেগের ডার্বিতে পিছিয়ে থেকে ড্র করার পর টানা একের পর এক ম্যাচ অপরাজিত থেকে কলকাতা ময়দানের এই প্রধান। রবিবার আইএসএলের অন্তিম লেগের ডার্বিতে তারা পরাজিত করে কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। কিন্তু এই ডার্বি জিতে ও খুব একটা সন্তুষ্ট নন বাগান হেডস্যার।
উল্লেখ্য, শেষ ম্যাচে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে জয় পাওয়ার দরুণ এবারের আইএসএলের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে চলে এসেছে মেরিনার্সরা। পরবর্তীতে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলকে পরাজিত করলেই তা এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। তবে ডার্বির পরবর্তী লেগে দলের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশিনন তিনি।
এই প্রসঙ্গে পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বলেন, প্রথমার্ধে আমরা আরো গোল করতে পারতাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটাই একেবারে বদলে গিয়েছিল। তখন আমাদের ছেলেরা রক্ষনভাগ সামাল দিতেই ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু তখনও আমাদের সমানভাবে আক্রমণ করা উচিত ছিল। বিপক্ষ দলকে আগের মতোই চাপে রাখা দরকার ছিল। কিন্তু তা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, প্রথমার্ধের শেষে ছেলেদের বলেছিলাম আক্রমণ চালিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা কোনোভাবেই তা করতে পারেনি। এই নিয়ে আমাদের আরও অনেক প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকের সাথে কথা বলতে হবে। আশাকরি খুব শীঘ্রই নিজেদের সমস্যা গুলো শুধরে নেওয়া সম্ভব হবে।