Mohun Bagan Coach: প্রতিপক্ষ ওডিশার বিরুদ্ধে ৯০ মিনিটেই জয় নিশ্চিত করতে চান হাবাস

আইএসএলের লিগশিল্ড জয়ের পর থেকে যথেষ্ট আত্মবিশ্বাস বেড়েছে মোহনবাগান (Mohun Bagan) ফুটবল দলের। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার আইএসএল ট্রফি জিততে চায় ময়দানের এই প্রধান দল।…

Mohun Bagan Coach Antonio Lopez Habas

আইএসএলের লিগশিল্ড জয়ের পর থেকে যথেষ্ট আত্মবিশ্বাস বেড়েছে মোহনবাগান (Mohun Bagan) ফুটবল দলের। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার আইএসএল ট্রফি জিততে চায় ময়দানের এই প্রধান দল। সেক্ষেত্রে এবার তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে ওডিশা এফসি। আগামী ২৩ তারিখ কলিঙ্গ স্টেডিয়ামে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের সঙ্গে প্রথম সেমিফাইনাল খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। আসলে প্রথম লেগে জয় পেলে পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলতে অনেকটাই অ্যাডভান্টেজ পাবে দল। তাই নিজেদের সেরা একাদশ নামানোর দিকেই নজর রয়েছে হাবাসের।

তবে গত কয়েকদিন বাগান অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। যা নিয়ে কিছুটা হলেও চিন্তা ছিল সমর্থকদের মধ্যে। তবে গতকাল থেকেই দলের অনুশীলনে ফিরেছেন স্প্যানিশ কোচ। তবে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আসার কথা একেবারেই ছিল না তার। মূলত দলের সহকারী কোচ ম্যানুয়েলের পাশাপাশি তরুণ ফুটবলার লিস্টন কোলাসোর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে সকলকে চমকে দিয়ে সাংবাদিক বৈঠকে এসে উপস্থিত হন লোপেজ হাবাস।

প্রথমেই দলের সহকারি কোচ ম্যানুয়েল ক্যাসকালানাকে ধন্যবাদ জানান হাবাস। তার অনুপস্থিতিতে তিনি যেভাবে দলকে উদ্বুদ্ধ করেছেন, সেকথা উল্লেখ করতে ভোলেননি বাগানের হেডস্যার। পাশাপাশি আইএসএলের প্রথম লেগের নব্বই মিনিটের মধ্যেই জয় সুনিশ্চিত করার কথা শোনা যায় স্প্যানিশ কোচের তরফ থেকে। পরবর্তী লেগের কথা ভুলে এখন এই ম্যাচে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য তাদের। পাশাপাশি টুর্নামেন্টের শিল্ড জয়ের কথা ভুলে এবার আইএসএল ট্রফির দিকেই বাড়তি নজর রয়েছে মেরিনার্সদের।