Mohun Bagan : আজ খেলবেন আনোয়ার? পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হাবাসের

এএফসি কাপের গ্ৰুপ পর্বের ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মোহনবাগান (Mohun Bagan Super Giant) দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলী (Anwar Ali)। যারফলে, আইএসএলের…

Anwar Ali

এএফসি কাপের গ্ৰুপ পর্বের ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মোহনবাগান (Mohun Bagan Super Giant) দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলী (Anwar Ali)। যারফলে, আইএসএলের (Indian Super League) প্রথম লেগ সম্পূর্ণভাবে খেলা সম্ভব হয়নি এই ভারতীয় তারকার পক্ষে। চোট সমস্যা দরুন কয়েক মাস মাঠের বাইরে থাকার পর সুপার কাপের মাঝামাঝি সময় দলের সঙ্গে যুক্ত হন লুধিয়ানার এই ফুটবলার। পরবর্তীতে আইএসএলের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে পেরেছিলেন মাত্র ১৪ মিনিট।

তারপরেই ফের ঘটে যায় বিপত্তি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মাঠ থেকে তুলে নেওয়া হয় এই দাপুটে ডিফেন্ডারকে। যারফলে, প্রবলচাপে পড়ে যায় মোহনবাগান। লাল-হলুদের আক্রমণে কার্যত দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল হাবাসের ছেলেদের। চোট কাটিয়ে মাঠে ফিরে ফের চোটের কবলে পড়ায় চিন্তা বাড়তে থাকে দলের অন্দরে। 

এমন পরিস্থিতিতে হায়দরাবাদ এবং এফসি গোয়ার বিপক্ষে খেলা সম্ভব হয়নি আনোয়ারের। বর্তমানে তিনি পুরোপুরি ফিট হিসেবে গন্য হলেও আজ নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে কোচ আদৌ তাকে মাঠে নামাবেন কিনা সেই নিয়েও দেখা দিয়েছে যথেষ্ট সংশয়। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সময়সূচী নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বর্তমান বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। সেখানে বারংবার সমস্ত দল এবং তাদের ফুটবলের কথা মাথায় রেখেই সূচী তৈরির অনুরোধ করতে শোনা গিয়েছিল আইএসএলের সর্বাধিক সফলতম এই কোচকে। আসলে কয়েকদিন আগেই গোয়ার বিপক্ষে খেলে এসেছে মোহনবাগান। একদিন বিশ্রাম নিয়ে ফের ম্যাচ। 

এমন পরিস্থিতিতে ফুটবলারদের মানসিক এবং শারীরিক ধকল যে অনেকটাই তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। তাই এমন পরিস্থিতিতে আনোয়ারের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে মাঠে নামিয়ে আদৌ বাড়তি ঝুঁকি নিতে চাইবেন কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাবাস বলেন, আনোয়ারকে নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ম্যাচের পরিস্থিতি বুঝে সেই অনুপাতে সিদ্ধান্ত নেব। তাছাড়া দলের আরেক ফুটবলার জনি কাউকো এখন সম্পূর্ণ ফিট। তার উপর বাড়তি নজর থাকবে।