অনবদ্য মোহনবাগান (Mohun Bagan)। ইউনাইটেড স্পোর্টসের (United Sports) বিরুদ্ধে ছুটল পালতোলা নৌকা। ম্যাচের দুই অর্ধে হল দুটি দৃষ্টি নন্দন গোল। দুটি গোলই রাখে সেরা হওয়ার দাবিদার।
ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই ফেভারিট ছিল মোহন বাগান সুপার জায়ান্ট। নিজের সমর্থকদের এদিনও নিরাশ করল না সবুজ মেরুন ব্রিগেড। গোটা মাঠ জুড়ে খেলল মোহন বাগান সুপার জায়ান্ট। মেঘলা আবহাওয়ার সঙ্গে ফুরুফুরে ঠাণ্ডা হাওয়া, ময়দানে এদিন পরিবেশ ছিল মনোরম। মোহন বাগান সুপার জায়ান্টের গোল দুটো হল তেমনই।
A superb win over United SC courtesy two brilliant goals by Nongdamba and Suhail! Joy Mohun Bagan! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/DsvlC2S5yE
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 5, 2023
বিরতির আগে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন Nongdamba Naorem। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের বক্সের একটু দূরে বল পেয়ে গিয়েছিলেন Nongdamba Naorem। উইংয়ের আছে ছিলেন তিনি। সেখান থেকে বল পায়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের ড্রিবল করতে করতে এগিয়ে যান ইউনাইটেড বক্সের দিকে। প্রতিপক্ষের খেলোয়াড়রা চক্রব্যুহ রচনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ড্রিবল করে এগিয়ে যাওয়ার পর বক্সের বাইরে থেকে জোরালো শট নেনে নাওরেম। বল জড়িয়ে যায় সোজা জালে। ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান।
World Class Goal from Nongdamba Naorem, Again!#JoyMohunBagan #MBFT pic.twitter.com/VdYHVB6adn
— Mohun Bagan Fan (@MohunBagan_Fan) August 5, 2023
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে সমর্থকদের জন্য উপহার সাজিয়ে দিলেন সুহেল আহমেদ ভাট। কাশ্মীরের এই ছেলেটি প্রতি ম্যাচে গোল করা কার্যত অভ্যাসে পরিণত করেছে। মাঠের ডান প্রান্ত থেকে থ্রু বল পেয়ে গিয়েছিলেন সুহেল। গতি ছিল বলে। অনেটা ছুটে গিয়ে বল নিজের দখলে নিয়েছিলেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে গোলার মতো শট। ইউনাইটেড স্পোর্টসের গোল পোস্ট কাঁপিয়ে বল জড়িয়ে যায় জালে। ২-০ গোল ম্যাচ জিতে নেয় মোহন বাগান সুপার জায়ান্ট।
9 Goals in 7 Games now.
The Man
The Myth
The Chosen OneSuhail Ahmad Bhat!
What. A. Finish.#JoyMohunBagan #MBFT pic.twitter.com/Ky3b1t0rss
— Mohun Bagan Fan (@MohunBagan_Fan) August 5, 2023