AFC Cup: কোন অঙ্কে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাবে মোহনবাগান? জানুন

Mohun Bagan Supergiants

শেষ ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে এগিয়ে থেকে ও শেষ রক্ষা হয়নি। পরাজিত হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। যা নিয়ে ব্যাপক হতাশ দেখা দিয়েছিল সকলের মধ্যে। এখন সেই হতাশা ভুল জয়ের সরনীতে ফেরাই একমাত্র লক্ষ্য সকলের। ওই ম্যাচের শুরুর দিকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বাগানের তারকা উইঙ্গার লিস্টন কোলাসো।

বলা যায় তার করা গোলের পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। কিন্তু নিজেদের ঘরের মাঠে বসুন্ধরা যে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করবে তা বুঝতে পেরেছিল সকলেই। ঠিক সেটাই হয় শেষ পর্যন্ত। পিছিয়ে থেকে ও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে নেয় বসুন্ধরা কিংস। যারফলে, ভারতের এই শক্তিশালী দলকে পিছনে ফেলে এএফসি কাপের গ্রুপ পর্বের শীর্ষে উঠে চলে আসে বসুন্ধরা। বর্তমানে উভয় দলের পয়েন্ট সমান হলেও সদ্য পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যেতে হয় সবুজ-মেরুনকে।

   

বর্তমানে যা পরিস্থিতি তাতে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য মোহনবাগানের। পরিসংখ্যান অনুযায়ী এখন গ্রুপ পর্বের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা। পয়েন্টের ক্ষেত্রে ও সমান দুজনে। এরফলে, পরবর্তীতে যদি নিজেদের দুইটি ম্যাচেই জয় পায় মোহনবাগান ও বসুন্ধরা দল সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডে আর যাওয়া সম্ভব হবে না মোহনবাগান দলের। এক্ষেত্রে হেড টু হেডের বিচারে এগিয়ে থাকবে বসুন্ধরা কিংস। সেইসাথে কোয়ালিফাই করে যেতে পারে এই দল। তাহলে কোন অঙ্কে পরবর্তী রাউন্ডে যেতে পারে মোহনবাগান?

এক্ষেত্রে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে ওডিশা এফসির ম্যাচ ড্র করার প্রার্থনা করতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। তাহলে ইন্টারজোনাল চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসলে, সার্জিও লোবেরার ওডিশা এফসির ভুলের ফলেই সহজে পরবর্তী রাউন্ডে যেতে পারে মোহনবাগান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন