এবার নয়া ইতিহাসের সাক্ষী থাকল বাংলার ফুটবলপ্রেমীরা। আজ কিছুক্ষণ আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয় করে নিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। দলের হয়ে গোল করেন যথাক্রমে লিস্টন কোলাসো এবং অজি বিশ্বকাপার জেসান কামিন্স।
অন্যদিকে, মুম্বাইয়ের হয়ে ব্যবধান কমান লালিয়ানজুয়ালা ছাংতে। এই খেতাব জয়ের ফলে আবারও আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড।
THE SHIELD IS OURS! JOY MOHUN BAGAN! 💚♥️
Watch #ISL 2023-24 live on @JioCinema, @sports18 & @vh1india 👉 https://t.co/lCKd3Ab93N#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema pic.twitter.com/cVflkAS47Y
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 15, 2024
উল্লেখ্য, আজ ঘরের মাঠ ম্যাচ থাকায় যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে বাগান ব্রিগেড। প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা যায় মনবীরদের। যার দরুন, কিছুটা হলেও সাবধানী থাকতে দেখা যায় রাহুলদের। তবে শুরুর দিকে যথেষ্ট তুল্য মূল্য লড়াই চলে দুই দলের ফুটবলারদের মধ্যে। কিন্তু সুযোগ পেতেই ২৮ মিনিটের মাথায় উইং থেকে পাল্টা চাপ বাড়িয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তরুণ তারকা লিস্টন কোলাসো। তারপর থেকেই বাকি আত্মবিশ্বাস দেখা দেয় ফুটবলারদের মধ্যে। সেই গোলের পরেও আরও বেশ কয়েকবার গোলের সহজসষ সুযোগ আসলেও তা ফিনিশ করতে পারেননি বাগান ফুটবলাররা। সেজন্য, প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকে মোহনবাগান।
তবে দ্বিতীয়ার্ধ থেকে প্রতি আক্রমণের তেজ বাড়াতে থাকে মুম্বাই। গোলের সুযোগ তৈরি হলেও বাগানের অভেদ্য ডিফেন্সে বারংবার আটকে যেতে হয় পেট্রো ক্র্যাটকির দলকে। মুম্বাইয়ের আক্রমণে ওঠার সুযোগ নিয়েই ম্যাচের ৮০ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে যান অজি বিশ্বকাপার জেসন কামিন্স। তবে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে এসে ছাংতের গোলে ব্যবধান কমানো গেলেও সমতায় ফেরা আর সম্ভব হয়নি তাদের।