পিছিয়ে থাকার পরেও জয়, ফাইনাল। ফুটবল ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। ইন্ডিয়ান সুপার লিগেও এমন ফলাফল অতীতে হয়েছে। সেমিফাইনালে প্রথম লেগে এটিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে ছিনিয়ে নিয়েছিল জয়। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সামনে এখনও খোলা রয়েছে ফাইনালে যাওয়ার প্রবেশ পথ।
প্রথম লেগের সেমিফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে হেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কলিঙ্গ স্টেডিয়ামে বাগানের বিরুদ্ধে খেলার ফল ১-২। হাল ছাড়ছেন না অ্যান্টোনিও লোপেজ হাবাস। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেছেন, “কথা দিচ্ছি, পরের ম্যাচে আমাদের দলের অন্য রূপ দেখতে পাবেন।”
হাবাস স্রেফ কথার কথা বলেননি। তাঁর কোচিংয়েই ২০১৯-২০ মরসুমে ঘুরে দাঁড়িয়েছিল এটিকে। ২০১৯-২০ মরসুমে কান্তিরাভা স্টেডিয়ামে গিয়ে সেমিফাইনালের প্রথম লেগে হেরেছিল ডেভিড উইলিয়ামস-রয় কৃষ্ণাদের এটিকে। বেঙ্গালুরু এফসি জিতেছিল ১-০ গোলে।
ফিরতি পর্বে বাজিমাত করেছিল এটিকে। প্রায় এক সপ্তাহ পর কলকাতায় হয়েছিল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। এটিকে জিতেছিল ৩-১ গোলে। আশিক কুরুনিয়নের গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরে আসে লাল সাদা ব্রিগেড। সেমিফাইনালে হার্ডল অতিক্রম করার পর ফাইনালেও শেষ হাসি হেসেছিলেন হাবাস।
এবারেও পরিস্থিতি কিছুটা এমনই। দলটাই শুধু আলাদা। সেবার পেরেছিল এটিকে, এবার মোহনবাগান সুপার জায়ান্টের করে দেখানো পালা। এক গোলের পার্থক্য, মরণ বাঁচনের মাঝে শুধু একটি ম্যাচ। ডাগ আউটে থাকবেন অ্যান্টোনিও লোপেজ হাবাস।