জেমি ম্যাকলারেনের প্রসঙ্গে কী বললেন বাগান অধিনায়ক?

চলতি ফুটবল মরসুমের শুরুতে জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) দলে টেনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথমদিকে সেভাবে সক্রিয়তা দেখাতে না পারলেও সময়ের সাথে সাথেই…

Subhasish Bose Praises Jamie Maclaren Performance

চলতি ফুটবল মরসুমের শুরুতে জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) দলে টেনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথমদিকে সেভাবে সক্রিয়তা দেখাতে না পারলেও সময়ের সাথে সাথেই নিজের পুরনো ছন্দে ফিরতে শুরু করেন এই অজি বিশ্বকাপার। যার মধ্যে বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পেয়েছেন এই তারকা ফুটবলার। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের দুইটি লেগেই পড়শীদের বিপক্ষে নিজের সেরাটা দিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা। এরপর থেকে খুব একটা সমস্যা হয়নি ম্যাকলারেনের।

   

গত বুধবার হোম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জোড়া গোল করেন এই হাইপ্রোফাইল বিদেশি। যারফলে দলের অন্যান্য ফুটবলারদের থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেন এই তারকা ফরোয়ার্ড। যা নিঃসন্দেহে খুশি করেছে দলের সকল সমর্থকদের। তবে শুধুমাত্র সমর্থকরাই নয়। জেমির এমন‌ পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বাগান অধিনায়ক শুভাশিস বসু। বলতে গেলে গোলের পরিপ্রেক্ষিতে অধিনায়ককে টপকে গেলেন এই অজি ফুটবলার। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভাশিস বসু বলেন, “স্ট্রাইকার দলে রয়েছে গোল করার জন্য। আমি চাই ও আমার থেকে দ্বিগুন গোল করুক। লিগের টপ স্কোরার হোক।”

পাশাপাশি দীপেন্দু বিশ্বাসের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ” সে এখন আর বাচ্চা নেই। সময়ের সাথেই সে একজন দক্ষ ফুটবলার হয়ে উঠছে। প্রতিটা ম্যাচেই ও নিজের সেরাটা দিচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। দলের ক্লিনশিট আনতে সাহায্য করেছে। গোলের ক্ষেত্রে তাঁর অ্যাসিস্ট ও রয়েছে‌। ক্লিনশিট রাখতে সাহায্য করেছে‌। দীপেন্দুর পারফরম্যান্সে আমি খুশি। তাছাড়া দল হিসেবে সকলেই ভালো পারফরম্যান্স করেছে। এটাই বজায় রাখতে হবে‌।”

তবে লিগশিল্ড জয়ের প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ বাগান অধিনায়ক। মূলত ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করাই এখন প্রধান লক্ষ্য সকলের কাছে‌। আগামী ১৫ই ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে মোহনবাগান। সেই ম্যাচে ও ভালো পারফরম্যান্স করতে চাইবেন সকলে‌।