Mohun Bagan: চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বাগান অধিনায়ক

প্রথম দলের প্রায় সকলেই যোগ দিয়েছেন অনুশীলনে। মোহন বাগান (Mohun Bagan) করার সুপার জায়ান্ট স্কোয়াডের ফুটবলারদের মধ্যে অনেকটা কমেছে চোট আঘাত জনিত সমস্যা। সিনিয়র ফুটবলাররা প্র্যাকটিসে যোগ দিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন এবারের মরসুমের অধিনায়ক শুভাশীষ বসু (Mohun Bagan Captain Subhasish Bose)

Subhasish Bose

প্রথম দলের প্রায় সকলেই যোগ দিয়েছেন অনুশীলনে। মোহন বাগান (Mohun Bagan) করার সুপার জায়ান্ট স্কোয়াডের ফুটবলারদের মধ্যে অনেকটা কমেছে চোট আঘাত জনিত সমস্যা। সিনিয়র ফুটবলাররা প্র্যাকটিসে যোগ দিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন এবারের মরসুমের অধিনায়ক শুভাশীষ বসু (Mohun Bagan Captain Subhasish Bose)।

Advertisements

Durand Cup জয়ের পর শোনা গিয়েছিল চোটের কারণে সমায়িকভাবে মাঠের বাইরে চলে গিয়েছেন শুভাশীষ বসু। জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছিলেন তিনি। যেতে পারেননি চোটের কারণে। মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বসুর চোট রয়েছে, এখন জাতীয় দলের শিবিরে যোগ দিতে পারবেন না।

বিজ্ঞাপন

অধিনায়কের চোটের খবর পেয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন সবুজ মেরুন সমর্থকরা। তবে চোট যে গুরুতর নয় সেটাও অনুমান করতে অসুবিধা হয়নি। Durand Cup জয়ের পর সাময়িকভাবে বিরতি নিয়েছিলেন দলের খেলোয়াড়রা । অনেকেই আবার জাতীয় দলের জন্য খেলার জন্য এখন শহরের বাইরে রয়েছেন।

দিন কয়েক হল আবার অনুশীলন শুরু করিয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্ডো। জেসন কামিন্স, হুগো বুমস থাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন, যোগ দিয়েছেন অনুশীলনে। আর্মান্ডো সাদিকু তার দেশের হয়ে খেলতে গিয়েছেন। বাকি বিদেশিরা কলকাতাতেই রয়েছেন। অনুশীলনে ফিরেছেন মোহন বাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশীষ বসু।