BJP: ভোটে বাঙালি আবেগ ধরতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মাটি সংগ্রহ সুকান্ত মজুমদারের

বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচিতে জোড়াসাঁকো পৌঁছে গেলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে দেশ জুড়ে চলছে বিশিষ্ট স্থানের মাটি…

বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচিতে জোড়াসাঁকো পৌঁছে গেলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে দেশ জুড়ে চলছে বিশিষ্ট স্থানের মাটি সংগ্রহ। যা দিয়ে তৈরি হবে অমৃত বাটিকা উদ্যান।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ রেখেছিলেন। ভাষণে তিনি ঘোষণা করেছিলেন, দেশের গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ ধর্মস্থান, তীর্থস্থান এবং যে হেরিটেজ জায়গা সেই সব জায়গা থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে অভিজাত ও ঐতিহ্যবাহী অমৃত বাটিকা উদ্যান তৈরি করা হবে। সেই উপলক্ষে দেশের সকল তীর্থস্থান, মনীষীদের বাড়ি থেকে মাটি সংগ্রহ অভিযান চলছে।

আমার মাটি আমার দেশ প্রকল্প অনুযায়ী আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মাটি সংগ্রহ করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ” দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাটি যাবে অমৃত বাটিকাতে। এই মাটি সেইখানে স্থান পাবে। এবং ধন্য হয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বসতবাড়ির মাটি আমরা সংগ্রহ করতে পেরেছি। এই মাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছবে”।

   

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুধু নয় বরং কালীঘাট সহ বিভিন্ন তীর্থস্থান ও মনীষীদের কর্মক্ষেত্র, বসতবাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হবে। বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী স্থান, তীর্থক্ষেত্র থেকে মাটি সংগ্রহ করে তৈরি করা হবে অমৃত বাটিকা। এই বিশেষ কাজে অংশগ্রহণ করেছেন বিজেপির সুকান্ত মজুমদার সহ আরো বেশ কয়েকজন নেতৃত্ব।