গত কয়েকদিন ধরেই আরজি কর মেডিকেল কলেজের (RG Kar Case) নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ। যার প্রভাব এসেছে কলকাতা ময়দানে। সেই মর্মেই রবিবার বিকেলে সল্টলেক স্টেডিয়ামের সামনে বিরাট মিছিল করে ফুটবলপ্রেমী মানুষ। আর এই মিছিলেই মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা সমবেত কন্ঠে দোষীদের হত্যার বিচার চায়। কিন্ত পরিস্থিতি অবনতি হতেই গোটা এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী।
তবুও নিজেদের অবস্থানে অনড় থাকেন সমর্থকরা। পরবর্তীতে সেই মিছিলেই অংশ নেন শুভাশিস বসু। ডুরান্ড ডার্বি বাতিল হলেও যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছে দুই প্রধানের সমর্থকরা তা দেখে আপ্লুত বাগান অধিনায়ক। তিনি বলেন, ‘ একটি মেয়েকে নির্মম অত্যাচার করা হয়েছে। গোটা দেশ এই ঘটনায় স্তব্ধ। আমরা যে লড়াই চালাচ্ছি সেটা যেন জারি থাকে। সকলেই চাই সুবিচার হোক। এই অপরাধের সঙ্গে যারা যুক্ত আছে তাদের শাস্তি হোক।’
ডার্বি বাতিল প্রসঙ্গে তিনি কোনও কিছু না বললেও দুই প্রধানের সমর্থকদের জোট বাঁধায় খুশি শুভাশিস বসু। তিনি আরো বলেন, ‘প্রথমবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা একসঙ্গে লড়াই করছে। এখানে যে সমস্ত ভাই বোনেরা এসেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি এভাবেই তোমরা লড়াই চালিয়ে যাবে।’
SUBHASISH BOSE ⤵️ ❤️💛💚❤️#WeWantJustice #RGKarProtestpic.twitter.com/SuYMY7YTA2
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) August 18, 2024
তবে শুধুমাত্র বাগান অধিনায়ক নন। গত শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন বাংলার একাধিক ফুটবলার। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে নিজস্ব মতামত তুলে ধরেন সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে হীরা মন্ডল ও প্রীতম কোটাল’রা। এছাড়াও আরজি করের সামনে ব্যানার হতে সস্ত্রীক প্রতিবাদে সরব হন লাল-হলুদের স্প্যানিশ ফিজিও সেনেন আলভারেজ। মুহুর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে।