মহিলারা সুরক্ষিত থাকুক, সেমিফাইনাল জিতে কী বললেন বাগান অধিনায়ক?

আরজি কর কাণ্ডের (RG Kar Rape-Murder Case) এখনও সরগরম গোটা রাজ্য। সময়ের সাথে পা দিয়ে বয়ে চলেছে প্রতিবাদের ঝড়। এমন অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই…

Mohun Bagan Captain Subhasish Bose

আরজি কর কাণ্ডের (RG Kar Rape-Murder Case) এখনও সরগরম গোটা রাজ্য। সময়ের সাথে পা দিয়ে বয়ে চলেছে প্রতিবাদের ঝড়। এমন অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই যুবভারতীতে বাতিল করা হয়েছিল হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। এমনকি পরবর্তী ম্যাচ গুলিকে ও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল ডুরান্ড কমিটি। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে।

   

এই পরিস্থিতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সক্রিয়তায় ফেরনো হয় ডুরান্ডের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। অপরদিকে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয় করার সুবাদে ঘরের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ চলে আসে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু এফসির বিপক্ষে এই সেমিফাইনাল ম্যাচেই খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড।

প্রথমদিকে পিছিয়ে যেতে হলেও পরবর্তীতে দিমিত্রি পেত্রাতোস এবং অনিরুদ্ধ থাপার গোলে কামব্যাক করে মোহনবাগান। যারফলে অনায়াসেই ম্যাচ চলে যায় ট্রাইব্রেকারে। সেখানেই জেরার্ড জারাগোজার ছেলেদের টেক্কা দিয়ে জয় সুনিশ্চিত করে মোহনবাগান সুপার জায়ান্ট। যা নিয়ে খুশি বাগান অধিনায়ক শুভাশিস বসু। দলের সকলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট প্রশংসা করেন তিনি।

পাশাপাশি আরজি কর ইস্যুতে নির্মিত টিফো নিয়ে ও মুখ খোলেন জাতীয় দলের এই ডিফেন্ডার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ টিফো যারা তৈরি করেছেন। তাঁরা সকলেই প্রতিবাদ করছেন‌। কিছুদিন আগেই আমাদের কলকাতায় যে ঘটনা ঘটেছে তা যথেষ্ট নিন্দনীয়। আমার মতে রাজ্য সুরক্ষিত থাকুক। দেশের মহিলারা সুরক্ষিত থাকুক। এটাই প্রধান লক্ষ্য।’

বাগান অধিনায়ক আরও বলেন, ‘যারা এই খারাপ কাজটি করেছে তারা শাস্তি পাক। কঠিন শাস্তি পাক। যাতে আগামী দিনে এইসব করার কথা ও কেউ না ভাবে। পাশাপাশি মহিলাদের সুরক্ষা বাড়ানো হোক। দেশে এই নিয়ে কঠোর আইন আনা হোক।’