আইএসএলে নিজেদের জয়ের ধারা বজায় রাখলেন সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড। বৃহস্পতিবার যুবভারতীতে জামশেদপুর এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ফেলল এটিকে মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর এই নিয়ে পরপর তিন ম্যাচে জিতলেন ফেরান্দোর ছেলেরা।
যুবভারতীতে এদিন মোহনবাগান শুরু থেকেই এগিয়েই মাঠে নেমেছিল হুগো বুমোসরা।কারণটা একটা দল ছিল পয়েন্ট টেবিলের উপরের দিকে। আরেকটা দল একেবারে তলানিতে। জামশেদপুর এফসি লিগ টেবিলে ১০ নম্বরে। যদিও ম্যাচের আগে ফেরান্দো জামশেদপুরকে যথেষ্ট সম্মান দেখিয়েছিলেন। আর সেটা যে কেন দেখিয়েছিলেন, তা বোঝা গেল মাঠের লড়াইয়ে। মোহনবাগানকে এদিন এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ছিল জামশেদপুর।
এদিন জামশেদপুরে লক্ষ্য খুব পরিষ্কার ছিল। রক্ষণ আঁটসাঁট রেখে প্রতিআক্রমণ যাচ্ছিল বারবার তারা। তাতে কাজও হচ্ছিল। মোহনবাগানকে প্রথমার্ধে এক সুতোয় বেঁধে ফেলেছিল জামশেদপুর। দ্বিতীয়ার্ধেও একটা বড় সময় গোল করতে পারেনি মোহনবাগান।খেলা যখন প্রায় শেষের পথে মনে করা হচ্ছিল জুয়ানের এটিকে মোহনবাগানকে আটকে দেবে তারা ঠিক তখনই ম্যাচের ৮৯ মিনিটে জামশেদপুরের ডিফেন্ডার পিটার হার্টলির ভুলে পেনাল্টি পেয়ে যায় সবুজ-মেরুন শিবির।
পেনাল্টি স্পট থেকে ৯০ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমোস। এর পর ইনজুরি টাইমে গোল করার মতো সুযোগ পেয়ে গিয়েছিল জামশেদপুরও কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।এই জয়ের ফলে ৯ ম্যাচে ৬টিতে জয় পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো সবুজ মেরুন জার্সিধারিরা আর ৯ ম্যাচের ৭টিতেই হেরে নবম স্থানে নেমে গেলো জামশেদপুর এফসি।