Cyclone Mandous: জন্ম নিয়েছে সামুদ্রিক ঘূর্ণি মানদৌস

বঙ্গোপসাগর থেকে ফের ঘূর্ণিঝড় তেড়ে আসছে। মানদৌস (Cyclone Mandous) নামে এই ঝড় ভারতীয় উপকূলেই আছড়ে পড়বে। মৌসম ভবন জানিয়েছে, ৯ ডিসেম্বর মধ্যরাতে পুডুচেরি ও   অন্ধ্রপ্রদেশেরের…

বঙ্গোপসাগর থেকে ফের ঘূর্ণিঝড় তেড়ে আসছে। মানদৌস (Cyclone Mandous) নামে এই ঝড় ভারতীয় উপকূলেই আছড়ে পড়বে।

মৌসম ভবন জানিয়েছে, ৯ ডিসেম্বর মধ্যরাতে পুডুচেরি ও   অন্ধ্রপ্রদেশেরের শ্রীহরিকোটার মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করবে। ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে মানদৌস।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,  মানদৌস পশ্চিমবঙ্গের উপকূলে না এলেও এই ঘূর্ণির প্রভাবে শনিবার থেকে কমবে শীতের আমেজ। সকালে ও সন্ধেয় শীতের আমেজ কমবে। আগামী সোমবার ও মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। 

৯ ডিসেম্বর পুডুচেরি এবং শ্রীহরিকোটার মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে। গভীর নিম্নচাপের জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে।

আলিপুরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান,  মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝরাতে কিংবা ভোর রাতের দিকে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে।