Mohun Bagan: মোহনবাগানে পরপর দু’দিন এল পরাজয় সংবাদ

মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে পরপর দু’দিন এল পরাজয় সংবাদ। যুব লিগের দুই ম্যাচে হেরেছে মোহনবাগান। বুধবারের পর বৃহস্পতিবারও অবুজ মেরুন শিবিরের পরাজরের খবর। Advertisements সর্বভারতীয়…

Mohun Bagan

মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে পরপর দু’দিন এল পরাজয় সংবাদ। যুব লিগের দুই ম্যাচে হেরেছে মোহনবাগান। বুধবারের পর বৃহস্পতিবারও অবুজ মেরুন শিবিরের পরাজরের খবর।

Advertisements

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ লিগে খেলছে মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র দল. এই দুই লিগের সম্প্রতিতম ম্যাচে পরাজয় বরণ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার অনূর্ধ্ব ১৫ লিগের জাতীয় লিগ পর্যায়ে পাঞ্জাব এফসির যুব দলের বিরুদ্ধে হেরেছে বাগান। ৩-২ গোলে মোহনবাগানকে হারিয়েছে পাঞ্জাবের জুনিয়র টিম. বাগানের হয়ে এই ম্যাচে গোল করেছেন অনিশ ও রোহিত। দুই অর্ধে দুটি গোল করেও পরাজয় ঠেকাতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড।

   

Mohammedan SC: আক্রমণভাগে নতুন ফুটবলার নিয়ে নিল মহামেডান !

বৃহস্পতিবার সকালে পাওয়া গেল অনূর্ধ্ব ১৭ লিগে মোহনবাগানের পরাজয়ের খবর। ফেডারেশনের এই ইয়ুথ লিগে সুদেব দিল্লির বিরুদ্ধে ০-২ গোলে হেরেছে বাগান। সুদেভা দিল্লির এফসিকে হারাতে পারলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা থাকতো মোহনবাগানের কাছে। পরাজয়ের ফলে গঙ্গা পারের তাঁবুতে বেড়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা।

Sunil Chhetri Replacement: সুনীল ছেত্রীর উত্তরাধিকার হতে পারবেন এই ৩ জনের কেউ?

মোহনবাগান সুপার জায়ান্টের যুব পর্যায়ের কোনো দলের পারফরম্যান্স দারুণ কিছু হয়নি। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে থেকেও ছিটকে যেতে হয়েছে বাগানের তরুণ দলকে। এরপর অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ লিগেও ধাক্কা খেল ক্লাব। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ হোক কিংবা অনূর্ধ্ব ১৫ লিগ, দুই টুর্নামেন্টেই মোহনবাগান শুরুটা ভাল করেছিল। জাতীয় পর্যায়ে পৌঁছে নিজেদের ফর্ম ধরে রাখতে পারেনি ক্লাব।