অপ্রতিরোধ্য মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (Mohun Bagan A.C)। পরপর চার ম্যাচে জয়। সবকটা খেলাতেই বড় ব্যবধানে জিতেছে ক্লাব। ক্লাবের মাঠে তরতরিয়ে ছুটছে পালতোলা নৌকা।
ক্যালকাটা হকি লীগে (Calcutta Hockey League 2024) অন্যান্যবারের মতো এবারেও ফেভারিট দল হিসেবে শুরু করেছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। টুর্নামেন্টের শুরু থেকে দাপটের সঙ্গে খেলেছে বাগান। প্রতিযোগিতার প্রথম ম্যাচের ফর্ম চতুর্থ ম্যাচেও ধরে রেখেছে দল। বড় কোনো অঘটনা না ঘটলে মোহনবাগানের এই হকি দলকে রুখে দেওয়া কঠিন।
সোমবার নিজেদের ঘরের মাঠে ইস্টার্ন রেলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। বাগানের পক্ষে ম্যাচের ফলাফল ৩-০। সবুজ মেরুন ব্রিগেডের হয়ে গোল তিনটে করেছেন যথাক্রমে অর্জুন শর্মা, অতুল দীপ ও যুবরাজ বাল্মীকি। টুর্নামেন্টের ফার্স্ট ডিভিশন গ্রুপ এ-তে আপাতত সব ম্যাচেই জিতেছে বাগান।
Winning Streak Continues.
Joy Mohun Bagan!♥️#JoyMohunBagan #Mariners #MohunBagan #MBAC #MohunBaganAthleticClub #Hockey #IndianHockey #IndianHockeyMatch #CalcuttaHockeyLeague #Champions #CalcuttaHockeyLeague2024 #CHL #CHL2024 pic.twitter.com/uo8qIhvhPn
— Mohun Bagan (@Mohun_Bagan) February 19, 2024
- ক্যালকাটা হকি লীগ ২০২৪-এ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফলাফল:
•ফেব্রুয়ারি ১৯, মোহনবাগান ৩-০ ইস্টার্ন রেলওয়ে
•ফেব্রুয়ারি ১৬, মোহনবাগান ৭-০ ক্যালকাটা পোর্ট ট্রাস্ট
•ফেব্রুয়ারি ১৩, মোহনবাগান ৯-১ ভিভিড ওয়াই.এইচ.সি
•ফেব্রুয়ারি ১০, মোহনবাগান ১৪-০ খালসা ব্লুজ অ্যাথলেটিক ক্লাব