Mohun Bagan: সবুজ-মেরুন জার্সিতে হ্যাটট্রিক, মোহনবাগান ম্যাচে ৬ গোল

মোহনবাগান (Mohun Bagan) ম্যাচে গোলের বন্যা। সব মিলিয়ে হল ৬ গোল। যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। বিরতির আগে এগিয়ে থেকেও জিততে পারল না সবুজ মেরুন…

Mohun Bagan fan in salt lake

মোহনবাগান (Mohun Bagan) ম্যাচে গোলের বন্যা। সব মিলিয়ে হল ৬ গোল। যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। বিরতির আগে এগিয়ে থেকেও জিততে পারল না সবুজ মেরুন ব্রিগেড।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৭ যুব লিগের ফাইনাল রাউন্ড খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ ছিল এই পর্বের প্রথম ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্টের যুব দলের মুখোমুখি হয়েছিল রাজস্থান ইউনাইটেডের যুব দল। ম্যাচ শেষ হয়েছে ৩-৩ স্কোরলাইনে।

Transfer Market: আইএসএল ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জল্পনা বাড়াল তারকা ফুটবলার

বিরতির আগে পর্যন্ত এগিয়ে ছিল মোহনবাগান। প্রথমার্ধ্বেই তিন গোল দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচে বাগানের হয়ে হ্যাটট্রিক করেছেন আকাশ সিং। প্রথমার্ধ্বের খেলার গতি প্রকৃতি যা ছিল তাতে মনে করা হচ্ছিল নিশ্চিত জয় পেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

ম্যাচের মোড় ঘুরতে শুরু করে বিরতি থেকে ফেরার পর। দ্বিতীয়ার্ধ্ব শুরু হওয়ার আগে মোহনবাগান এগিয়ে ছিল ৩-১ গোলে। ম্যাচ শেষে ফলাফল ৩-৩। স্কোরলাইন থেকে স্পষ্ট, বিরতির পর খেলায় দারুণভাবে ফিরে এসেছিল রাজস্থান ইউনাইটেডের তরুণ তুর্কিরা। সেকেন্ড হাফে আক্রমণে চাপ বাড়িয়েছিল রাজস্থান ইউনাইটেড। তিলক ময়দানে তখন কিছুটা চাপে মোহনবাগান। সবুজ মেরুন শিবিরের ছেলেরাও হয়তো ধরে নিয়েছিলেন ম্যাচের পাল্লা ঝুঁকে তাদেরই দিকে।

Advertisements

East Bengal: সেমিফাইনালের আগে ছেলেদের উজ্জ্বীবিত করলেন বিনো

ফাইনাল রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র ব্রিগেডের হয়ে এখনও দু’টো ম্যাচ রয়েছে। দ্বিতীয় ম্যাচে আগামী ১৬ মে। প্রতিপক্ষ সুদেভা দিল্লি। আজকের মতো এই ম্যাচও শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে। বাগানের তৃতীয় ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে, ১৮ মে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।