পরপর ম্যাচে পয়েন্ট খুইয়ে ৮ দলের পর Mohun Bagan

mohun bagan after nine teams in cfl 2024 points table

অপ্রত্যাশিতভাবে চাপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। পরপর ম্যাচে পয়েন্ট হারিয়ে কলকাতা ফুটবল লিগ (CFL 2024) গ্ৰুপ ‘বি’-এর নবম স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আগামী ১৩ জুলাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ। তার আগে চাপে মোহনবাগান।

Advertisements

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়েছে। সব দলই খেলে ফেলেছে ২-৩টি করে ম্যাচ। গ্ৰুপ ‘বি’-তে আপাতত এগিয়ে রয়েছে ভবানীপুর। তিন ম্যাচ খেলে দু’টিতে জিতেছে, ড্র করেছে একটি ম্যাচে। কালীঘাট ও পুলিশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে ভবানীপুর। আটকে দিয়েছিল মোহনবাগানকে। ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পেয়েছেন জিতেন মুর্মু। দল হিসেবে তিন ম্যাচে মোট ১০ গোল দিয়েছে ভবানীপুর।

Mohun Bagan: মোহনবাগানের রিজার্ভ দল থেকে নজর কাড়তে পারেন ৩ ফরোয়ার্ড

ভবানীপুরের পর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালকাটা কাস্টমস। দুই ম্যাচ খেলে দু’টিতেই তারা জিতেছে। রেনবো ও পিয়ারলেস ম্যাচে তিনটি করে মোট ছয় গোল দিয়েছে ক্যালকাটা কাস্টমস।

পিয়ারলেসও টুর্নামেন্টের শুরুটা ভাল করেছে। তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে, হেরেছে একটিতে। গতবারের থেকেও পিয়ারলেস এবার ভাল দল গঠন করেছে।

Advertisements

ফর্মের বিচারে মোহনবাগান সুপার জায়ান্টের থেকে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান পরপর দুই ম্যাচেই ড্র করেছে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই জয়লাভ করেছে। টালিগঞ্জ অগ্রগামীকে সাত গোল দিয়েছিল লাল হলুদ ব্রিগেড।

 

Brazil vs Uruguay: দশজনের উরুগুয়ের সঙ্গে এঁটে উঠতে পারল না ব্রাজিল

ভবানীপুর, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, ইস্টবেঙ্গল-এর থেকেও মোহনবাগান সুপার জায়ান্টের থেকে এগিয়ে রয়েছে আরও চারটি দল। ক্যালকাটা পুলিশ, জর্জ টেলিগ্রাফ, টালিগঞ্জ, কালীঘাট স্পোর্টস লাভার্স ইতিমধ্যে একটি করে ম্যাচ জিতেছে। মোহনবাগান রয়েছে সিএফএল ২০২৪-এ প্রথম জয়ের খোঁজে।