মুম্বইয়ের বিরুদ্ধে নেই বাগানের জোড়া বিদেশী

শিল্ড জয়ের সেলিব্রেশন এখন অতীত। লক্ষ্য এখন মুম্বই (Mumbai City FC) ম্যাচ। আগামী ১ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ঝড় তোলার আশায় মোলিনা বাহিনী। ফোকাস তিন পয়েন্ট।…

শিল্ড জয়ের সেলিব্রেশন এখন অতীত। লক্ষ্য এখন মুম্বই (Mumbai City FC) ম্যাচ। আগামী ১ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে ঝড় তোলার আশায় মোলিনা বাহিনী। ফোকাস তিন পয়েন্ট। তবে আইএসএল (ISL) নক-আউটের আগে কার্ড এবং চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান (Mohun Bagan SG) শিবির।

মুম্বই ম্যাচে দলে নেই তারকা গোল স্কোরার জেসন কামিন্স। চারটে হলুদ কার্ড দেখায়  থাকতে পারছেন না তিনি। পাশাপাশি সতর্ক থাকবেন অধিনায়ক শুভাশিস বোস এবং জেমি ম্যাকলারেন । কারণ তাদের ঝুলিতে অলরেডি তিনটি হলুদ কার্ড চলে গেছে। আর একটি হলে পরের ম্যাচে ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে থাকতে পারবেন না তারা। অন্যদিকে অনিশ্চিত ডিফেন্ডার টম আলড্রেডও । ওডিশা ম্যাচে চোট পান তিনি। পায়ে জমাট বেঁধেছে রক্ত। সেক্ষেত্রে তার পরিবর্ত হিসাবে স্টপারে দীপ্যেন্দুকে খেলানো জেতে পারে।

   

মুম্বইয়ের বিরুদ্ধে বেশ চিন্তায় থাকবেন কোচ মোলিনা। কারণ ক্রেটকির দলের বিরুদ্ধে তাদের পূর্ব পরিসংখ্যান খুব ভালো নয়। এই মরসুমে প্রথম পর্বে ২-২ ড্র করে মোহনবাগান। এছাড়া মোট ১১ বার সাক্ষাতে মাত্র একবার মোহনবাগান। সাতটি হার ছাড়াও তিনটি ম্যাচ ড্র।

Advertisements

অন্যদিকে পিটার ক্রেটকির কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিতে তারা এখন ছয় নম্বরে রয়েছে। হার মানেই সুপার সিক্সে অনিশ্চিত। তাই মুম্বই-মোহনবাগান ম্যাচের দিকে নজর থাকবে আপামর ফুটবলপ্রেমীর।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News