Kalinga Super Cup: ডার্বি পরাজয়ের পর বিস্ফোরক বাগান সচিব, বদলার ইঙ্গিত?

গতকাল ভুবনেশ্বরে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। যার দরুন এবারের কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) থেকে ছিটকে যেতে হয়েছে এই প্রধানকে।…

Mohun Bagan Secretary Debashis Dutta

গতকাল ভুবনেশ্বরে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। যার দরুন এবারের কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) থেকে ছিটকে যেতে হয়েছে এই প্রধানকে। প্রথমদিকে বাগান ফুটবলারদের দাপট থাকলেও পরবর্তীতে সময় কোন সাথে সাথে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে লাল- হলুদ ব্রিগেড।

বাগান তারকা হেক্টর ইউৎসের করা গোলে মেরিনার্সরা এগিয়ে থাকলেও তার কিছু সময় পরেই গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল সমান সমান থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। যার জন্য উঠে আসে আরও দুইটি গোল। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি বাগানের।

   

তবে বাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা তত্ত্বাবধানে যথেষ্ট ভালো ভাবেই সুপার কাপ শুরু করেছিল মোহনবাগান। প্রথম প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল আইলীগের শক্তিশালী ফুটবল দল শ্রীনিধি ডেকান এফসিকে। তারপর সেই ধারা বজায় রেখেই মোহনবাগান দল পরাজিত করে একবারের আইএসএল জয়ী দল হায়দরাবাদ এফসিকে‌। তবে কলকাতা ময়দানের দুই প্রধানের পয়েন্ট সমান থাকায় গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচের দিকেই নজর ছিল সকলের। সেখান থেকেই কার্যত ছিটকে যেতে হয়েছে বাগান ব্রিগেডকে। অন্যদিকে, বছরের শুরুতে ডার্বিতে জয় আসায় যথেষ্ট খুশি লাল-হলুদ সমর্থকরা।

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহন বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, আমাদের ছেলেরা যথেষ্ট ভালো লড়াই করেছে।তবে বেশকিছু ভুলের জন্য আমাদের পরাজিত হতে হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রত্যেকেই বড় দল। সকলেই জেতার জন্য লড়াই করে। গত চার বছর ধরে আমরা জয় পেয়েছি। মাঝে ডুরান্ড কাপের শুরুতে ওরা একটা ম্যাচ জিতেছিল। তারপর টুর্নামেন্টের ফাইনালে আমরা জিতে ট্রফি ঘরে এনেছি।

তবে গতকাল সুপার কাপে ওরা জিতে সেমিফাইনালে চলে গেছে। তাছাড়া ওদের এখন পুরো দল রয়েছে। গতকাল আমরা তিনটে ভুল করেছি, সেখান থেকে তিনটে গোল হয়েছে। তবে আবারও খেলা রয়েছে আইএসএলে। আমাদের দলের ফুটবলাররাও ফিরে আসছে। কোচের পছন্দ মতো নতুন করে দল সাজানো হবে। আশাকরি ভালো পারফরম্যান্স হবে।