এফসি গোয়ার এই মিডফিল্ডারকে দলে তুলে চমক দিল Mohammedan Sporting

এফসি গোয়ার মাঝমাঠের ফুটবলার Christy Davies কে দলে নিয়ে চমক দিলো মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। দুই বছরের চুক্তিতে মহামেডানে যোগ দিয়েছেন এই ফুটবলার।     চলতি…

Christy Davis

short-samachar

এফসি গোয়ার মাঝমাঠের ফুটবলার Christy Davies কে দলে নিয়ে চমক দিলো মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। দুই বছরের চুক্তিতে মহামেডানে যোগ দিয়েছেন এই ফুটবলার।

   

চলতি মরশুমে সব বিভাগে একাধিক শক্তিশালী ফুটবলার’কে দলে নিয়ে চমকের পর চমক দিয়ে চলেছে সাদা কালো ব্রিগেড।এবার সেই তালিকায় ক্রিস্টি’র সংযোজন আরও শক্তিশালী করলো দলকে।গোয়া ছাড়া এফসি কেরালা’তেও খেলেছিলেন ক্রিস্টি।খেলেছেন কেরালার যুব দলের হয়েও ।

এদিকে,সূত্রের খবর অনুযায়ী তারকা উইঙ্গার বিকাশ জাইরুকে দলে নিতে চলেছে মহামেডান।শেষ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ১১ টা ম‍্যাচ খেলেছিলো জাইরু।মাঠের বাম প্রান্ত সচল রাখতে ভালোই পারেন তিনি।

জানা গেছে ইতিমধ্যে জাইরু’কে প্রস্তাব দিয়েছে মহামেডান।যাতে রাজি’ও হয়েছেন তিনি।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জাইরু’র নাম ঘোষণা করা হবে।

এদিকে দলবদলের বাজারে পিছিয়ে নেই ইস্টবেঙ্গল ।শোনা যাচ্ছে এফসি গোয়ার ডিফেন্ডার আইবানবা ডোলিং’কে দলে পেতে আগ্রহী লাল হলুদ ব্রিগেড। শিলং লাজংয়ের এই ইউথ প্রোডাক্ট মেঘালয়ের বাসিন্দা। পরবর্তী সময়ে তিনি চলে যান টাটা ফুটবল অ্যাকাডেমিতে। সেখানে নজরকাড়া ফুটবল খেলার পর বিভিন্ন আইলিগের ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তী সময়ে ২০১৯ সালে মেঘালয়ের এই ডিফেন্ডার এফসি গোয়ার সাথে চুক্তিবদ্ধ হন। গোয়ার হয়ে ডুরান্ড কাপ জেতা এই ফুটবলার’কে পেতে বর্তমানে এফসি গোয়ার সাথে প্রাথমিক স্তরের কথা বার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে ডিলং নিজেও আগ্রহী ইস্টবেঙ্গলে খেলার বিষয়ে। এখন দেখা যাকে শেষ অবধি কি হয়।