Sunday, December 7, 2025
HomeSports NewsI League : পরপর ৫ ম্যাচ জিতেও মহামেডানকে ছুঁতে পারল না গোকুলাম 

I League : পরপর ৫ ম্যাচ জিতেও মহামেডানকে ছুঁতে পারল না গোকুলাম 

- Advertisement -

লাগাতার আই লীগের (I League) পাঁচ ম্যাচে জিতল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। তবুও মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan Sporting Club) স্পর্শ করতে পারল না তারা। আই লীগ পয়েন্ট তালিকার শীর্ষে ব্ল্যাক প্যানথার্স।

এবারের আই লীগেও জমে উঠেছে খেতাব জয়ের লড়াই। মহামেডান স্পোর্টিং ক্লাবকে জোর টক্কর দিচ্ছে গোকুলাম কেরালা এফসি। সোমবার লীগের ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতেছে গোকুলাম। ম্যাচের ফলাফল ২-১।

   

খেলা শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে গোল করে গোকুলাম কেরালা এফসির জন্য তিন পয়েন্ট নিশ্চিত করেছেন লাললিয়ানসাঙ্গা। ৯০+৩ মিনিটে করেছেন জয় সূচক গোল। লাললিয়ানসাঙ্গা আদপে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব ওড়িশা এফসির ফুটবলার। লোনে খেলছেন গোকুলাম কেরালা এফসির হয়ে। দক্ষিণ ভারতীয় ক্লাবটির হয়ে ওপর গোলটি স্প্যানিশ স্ট্রাইকার অ্যালেক্স স্যানসেজের করা। 

আপডেট হওয়া আই লীগ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ১৫ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৩৪। একই সংখ্যক ম্যাচ খেলে গোকুলাম কেরালা এফসির পয়েন্ট সংখ্যা ২৯। দুই দলের মধ্যে পাঁচ পয়েন্টের পার্থক্য। শেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে গোকুলাম। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular