আইলিগে দ্বিতীয় জয় পেল মহামেডান স্পোটিং ক্লাব

রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ১-০ গোলে ট্রাউ এফসিকে হারিয়ে দিল মহামেডান এসসি।লিগে টানা দুম্যাচ হারের পর ঘরের মাঠে ব্যাক টু ব্যাক দুম্যাচে জয়ের মুখ দেখা…

Mohammedan Sporting Club

short-samachar

রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ১-০ গোলে ট্রাউ এফসিকে হারিয়ে দিল মহামেডান এসসি।লিগে টানা দুম্যাচ হারের পর ঘরের মাঠে ব্যাক টু ব্যাক দুম্যাচে জয়ের মুখ দেখা মহামেডানের হয়ে গোলদাতা ফাসলু রহমান। খেলার ৪০ মিনিটে ফাসলুর গোলে লিড নেয় সাদা কালো শিবির।

   

এই ম্যাচে প্রথম একাদশে জায়গা পাওয়া নিকোলার উপস্থিতিতে ব্ল্যাক প্যাহ্নর্সদের বেশ চনমনে দেখিয়েছে। খেলার ৪০ মিনিটে অভিষেক আম্বেকরের লুপিং ক্রস ট্রাউ এফসির গোলকিপার লোইটংবাম বিশ্বজিৎ সিং সংগ্রহ করতে ব্যর্থ হন। বলটি তখন বক্সের বাইরে ফাসলু রহমানের সামনে পরে, ফাসলু কোনও ভুল না করে বল জালে ঠেলে দিতেই লিড নেয় সাদা কালো শিবির।

ট্রাউ এর কাছে খেলায় সমতা আনার দুর্দান্ত সুযোগ ছিল, তুরসুনভ তার ডান পা দিয়ে একটি শক্তিশালী নিচু স্ট্রাইক মেরেছিলেন, যা মহামেডান গোলকিপার শঙ্কর রায়ের শক্ত হাতে ধরা পড়েছিল।

এদিন ঘরের মাঠে জয়ের ফলে মহামেডান স্পোটিং ক্লাবের সমর্থকরা খুশি।ক্লিনশিট রেখে জয় মহামেডান খেলোয়াড়দের মোটিভেট করবে শ্রীনিধী ডেকান এফসির বিরুদ্ধে ম্যাচে। এই খেলা হবে ১ ডিসেম্বর হায়দরাবাদে।প্রসঙ্গত, শ্রীনিধী ডেকান এফসি নিজেদের ঘরের মাঠে ট্রাউ এফসিকে হারিয়েছে।